জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: মহারাষ্ট্রের এনসিপি নেতা তথা প্রাক্তন মন্ত্রী বাবা সিদ্দিকির খুনে এখনও সরগরম সব মহল। সিদ্দিকির খুনে মামলায় একের পর এক অভিযুক্ত গ্রেফতার হয়ে চলেছে। দুদিন আগে পর্যন্ত জানা গিয়েছে, মোট  ১৫ জনকে গ্রেফতার করেছে মুম্বই পুলিস। এরই মধ্যে লরেন্সের নজর ফের আর এক রাজনৈতিক ব্যক্তিত্ব। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

জানা গিয়েছে, বিহারের বাহুবলী সাংসদ পাপ্পু যাদবকে খুনের হুমকি দিয়েছে লরেন্স বিষ্ণোইয়ের গ্যাং। পাপ্পু যাদবকে  ফোন করে জানানো হয় যে, তাঁর গতিবিধির উপর তাদের নজরে রয়েছে। সলমান খানের থেকে দূরে না থাকলে খুন করে দেওয়া হবে সাংসদকে।


হুমকি ফোনের পরই পাপ্পু যাদব কেন্দ্রের কাছে নিরাপত্তা বাড়ানোর আর্জি জানিয়েছেন। এমনকি তিনি সতর্ক করেছেন যে, কেন্দ্রীয় ও বিহার উভয় সরকারি তার নিরাপত্তার জন্য দায়ী থাকবে। সংবাদ সংস্থা আইএএনএস সোমবার তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে পাপ্পু যাদবের চিঠি শেয়ার করেছে।


চিঠিতে, পুপ্পু যাদব বলেছেন, "আজ, যখন লরেন্স বিষ্ণোই গ্যাং সারাদেশে একের পর এক ঘটনা ঘটাচ্ছে, আমি একজন রাজনৈতিক ব্যক্তিত্ব হয়ে এইসব কাজের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছি। আমার প্রতিবাদের প্রতিক্রিয়ায়, লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের নেতা আমার মোবাইলে আমাকে একটি মারার হুমকি দিয়েছে। এই হুমকি পাওয়া পরেও,  বিহারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় উভয়ই কোনও প্রতিক্রিয়া জানায়নি। আমার মনে হচ্ছে, আমি মরে যাওয়ার পর লোকসভা ও বিধানসভায় শোক প্রকাশ করতে সবাই সক্রিয় হবে।'



আরও পড়ুন:Bomb Threat in Indian Planes: দুর্ভোগের শেষ নেই! রবিবারের আকাশ কাঁপল বোমাতঙ্কে, এবার ১৮ বিমানে...


এদিকে, লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সদস্য এবং পাপ্পু যাদবের সহায়কের মধ্যে একটি কথোপকথনের একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। ভিডিয়োতে, বিষ্ণোই গ্যাংয়ের সদস্য পাপ্পু যাদবকে সতর্ক করেছেন যে তিনি লরেন্স বিষ্ণোইয়ের বিরুদ্ধে কথা বলতে থাকলে তাঁর চরম পরিণতি হবে।


উল্লেখ্য, বাবা সিদ্দিকি খুনে পাপ্পু যাদব সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছিলেন। ১৩ অক্টোবর তিনি এক্সে লেখেন, 'এটি কি দেশ নাকি কাপুরুষের সেনাবাহিনী? কজন অপরাধী জেলে বসে চ্যালেঞ্জ জারি করে, মানুষ হত্যা করে, এবং সবাই নিছক দর্শক। প্রথমে সিধু মুসেওয়ালা,  তারপর করনি সেনার নেতা, এবং এখন শিল্পপতি-রাজনীতিবিদকে নির্মমভাবে খুন করা হয়েছে। আইন যদি অনুমতি দেয়, তাহলে আমি এই লরেন্স বিষ্ণোইয়ের মতো অপরাধীর পুরো নেটওয়ার্ককে ২৪ ঘণ্টার মধ্যে শেষ করে দেব।'


সম্প্রতি, পাপ্পু যাদব মুম্বইয়ে গিয়ে বাবা সিদ্দিকির ছেলের সঙ্গে দেখাও করেন। এমনকি সেখানে গিয়ে সলমান খানের সঙ্গেও দেখা করতে চান, কিন্তু পারেননি। তবে তিনি সলমানের সঙ্গে ফোনে কথা বলেছেন। 


 



(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)



(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)