DA Hike for State Govt Employees: দীপাবলির আলো অনেক মুখে, রাজ্যে একলাফে DA বাড়ল ৫০%! ভাবা যায়...

DA Hike for State Govt Employees: দীপাবলির ঠিক আগেই সোমবার, চার শতাংশ মহার্ঘ ভাতা বাড়ানো হচ্ছে। এক লাফে ৫০% DA

রজত মণ্ডল | Updated By: Oct 28, 2024, 07:37 PM IST
DA Hike for State Govt Employees: দীপাবলির আলো অনেক মুখে, রাজ্যে একলাফে DA বাড়ল ৫০%! ভাবা যায়...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: দীপাবলির আগেই এবার মহার্ঘ ভাতা (ডিয়ারনেস অ্যালোওয়েন্স বা ডিএ) বাড়াল রাজ্য। আসাম সরকারের পর এবার মহার্ঘ ভাতা বাড়াল আরও এক রাজ্য। ক্রমশ চাপ বাড়ছিল রাজ্য সরকারের উপরে। ডিএ বাড়ানোর দাবিতে রাজ্য সরকারি কর্মচারীরা চাপ বাড়াচ্ছিলেন। এরপরই বড়সড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। দীপাবলির ঠিক আগেই সোমবার, চার শতাংশ মহার্ঘ ভাতা বাড়ানো হচ্ছে বলে জানালেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব। 

Add Zee News as a Preferred Source

আরও পড়ুন: Hyderabad: চাই ৮ কোটি! আবদার না মেটানোয় ৮০০ কিমি টেনে নিয়ে স্বামীকে পোড়াল যুবতী... 

মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী জানান, রাজ্য সরকারি কর্মচারীদের চার শতাংশ মহার্ঘ ভাতা বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তার ফলে রাজ্য সরকারি কর্মচারীরা সপ্তম বেতন কমিশনের আওতায় ৫০ শতাংশ হারে ডিএ পাবেন। এতদিন তাঁরা ৪৬ শতাংশ হারে ডিএ পেতেন। যা ২০২৪ সালের জানুয়ারি থেকে কার্যকর হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। অর্থাৎ ২০২৪ সালের জানুয়ারি থেকে ৫০ শতাংশ হারে ডিএ পাবেন রাজ্য সরকারি কর্মচারীরা।

আরও পড়ুন: Census: দেশের জনসংখ্যা ১৫ বছরে কত বাড়ল.... জানতে গণনা শুরু...

উল্লেখ্য, ২০২৩ সালের ১ জুলাই থেকে ৪৬% হারে ডিএ কার্যকর করা হয়েছিল। সেইসময়ও বকেয়া ডিএ মিটিয়ে দেওয়া হয়েছিল বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। নতুন মহার্ঘ ভাতার উপকারী হবেন প্রায় ৪৯.১৮ লক্ষ সেন্ট্রাল গভর্মেন্টের কর্মচারী এবং প্রায় ৬৪.৮৯ লক্ষ পেনশান উপভোক্তারা।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

About the Author

Rajat Mondal

বিজ্ঞানের স্নাতক। কর্মজীবনের শুরু ওষুধ শিল্পে। পরে পেশা বদলে সাংবাদিকতায়। রাজনীতি, পরিবেশ-প্রযুক্তি এবং স্বাস্থ্য-- পছন্দের বিষয়। আসলে anything under the Sun is NEWS-- বিশ্বাস এই গুরুমারা বিদ্যায়। বিশদে জানতে গুগল করুন প্লিজ। ...Read More

.