নিজস্ব প্রতিবেদন : ইন্ডিগো বিমানসংস্থার এক গ্রাউন্ড স্টাফের বিরুদ্ধে টুইটারে ক্ষোভ উগরে দিলেন শাটলার পি ভি সিন্ধু।  শনিবার মুম্বই বিমানবন্দরে বিমানে চড়ার সময় ইন্ডিগোর অজিতেশ নামে এক কর্মীর দুর্ব্যবহারের সম্মুখীন হতে হয় অলিম্পিকে রুপো জয়ী এই ব্যাডমিন্টন খেলোয়াড়কে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

সিন্ধুর অভিযোগ, তাঁর কাছে থাকা একটা কিট ব্যাগ নিয়ে এই সমস্যার সূত্রপাত হয়। অজিতেশ নামে ওই কর্মী তাঁর সঙ্গে দুর্ব্যবহার করে। যদিও সেসময় মিস অসীমা নামে একজন বিমানসেবিকা ওই কর্মীকে বাধা দেওয়ার চেষ্টা করেন।  সিন্ধুর কথায়, ইন্ডিগো এধরণের কর্মীদের চাকরি দিলে সংস্থারই বদনাম হবে। 




যদিও অজিতেশ নামে ওই বিমানকর্মীর অভিযোগ, সিন্ধু যে ব্যাগ নিয়ে বিমানে উঠতে চাইছিলেন সেটি নির্ধারিত মাপের থেকে বড়। তাই ব্যাগটিকে প্লেনের কার্গো হোল্ডে রাখতে বলেন তিনি। তাঁর কথায়, আমাদের সব যাত্রীদের জন্যই একই নিয়ম। এত বড় ব্যাগ বিমানের মধ্যে তুললে অন্য যাত্রীদের অসুবিধা হতে পারত, পাশপাশি নিরাপত্তার স্বার্থেই এই ব্যবস্থা  নেওয়া হয়। তবে সিন্ধু তা মানতে চাননি।


আরও পড়ুন- এমাসেই বিয়ে জাহির-সাগরিকার, বিয়ের প্রস্তুতি নিয়ে কী বললেন অভিনেত্রী, দেখুন