নিজস্ব প্রতিবেদন: তামিলনাড়ুর এক গ্রামে এক মহিলাকে হত্যার অভিযোগ উঠল শ্রীলঙ্কা ফেরত ও কোয়ারেন্টাইনে থাকা ৩৫ বছর বছরের এক যুবকের বিরুদ্ধে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

পুলিস শুক্রবার জানিয়েছে, লোকটি উলঙ্গ হয়ে বাড়ি থেকে দৌড় দিয়েছে। পথে এক ৮০ বছর বয়সী মহিলার গলায় কামড়ে দেয়।


আরও পড়ুন-রাজ্যে বাড়ছে আক্রান্তের সংখ্যা, করোনার সংক্রমণ মিলল আরও এক প্রবীনের দেহে


আহত সেই মহিলাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। চিকিৎসার সময় তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় আজ মারা গিয়েছেন বলে পুলিস জানিয়েছে।


অভিযুক্ত মানিকান্দনের মানসিক অসুস্থতার ইতিহাস রয়েছে। ২০১০ সালে তাকে মাদুরাইয়ে চিকিৎসার জন্য পাঠানো হয়েছিল। শুক্রবার সে নিজের বাসা থেকে উলঙ্গ হয়ে পালিয়ে যায়।  বাড়ি থেকে কয়েকশো মিটার দূরে এক প্রবীণ মহিলার গলায় কামড় বসায় মনিকান্দন। "মহিলাটি তার বাড়ির বাইরে বসে ছিলেন," এমনটাই জানিয়েছেন একজন পুলিশ কর্মকর্তা।


আরও পড়ুন-Live: ভারতে করোনায় আক্রান্তের সংখ্যা ৯৮৭, মৃত ২৪, রাজ্যে আক্রান্ত ১৭


যেহেতু মানিকানন্দন শ্রীলঙ্কা থেকে ফিরে এসেছিল, তাই তাকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছিল। মানসিক স্বাস্থ্যের অবনতির জেরেই এই ঘটনা এমনটাই জানিয়েছেন এক পুলিস কর্তা।