নিজস্ব প্রতিবেদন: লালুপ্রসাদ ‌যাদব এখন জেলে। পরিবারের বিরুদ্ধেও দুর্নীতির কড়া অভিযোগ। রাজনৈতিকভাবে লন্ঠনের আলোরও আর সেই তেজ নেই। এরকম এক অবস্থায় এবার আরও 'বিপন্ন' লালুর পরিবার। কারণ, পাটনার লালু নিবাসের নিরাপত্তায় নিয়োজিত ৩২ জন জওয়ানকে তুলে নিল রাজ্য সরকার।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-আলজেরিয়ায় ভয়ঙ্কর বিমান দুর্ঘটনা, নিহত কমপক্ষে ১০৫


বুধবার নীতীশ কুমার সরকারের বিরুদ্ধে মারাত্মক অভি‌যোগ এনেছেন বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী রাবড়ি দেবী। এদিন সংবাদ মাধ্যমে রাবড়ি দেবী বলেন, ‘গতকাল রাত নটায় আমাদের নিরাপত্তা তুলে নেওয়া হয়েছে। আমাকে ও আমার পরিবারের লোকজনকে মেরে ফেলার জন্য এই কাজ করেছে নীতীশ কুমার সরকার।’


আরও পড়ুন-অ্যাক্রোপলিস মলের সামনে মিনিবাসের ধাক্কা মার্সিডিজ, অটোতে! মৃত ১, আহত ৮


রাবড়ি আরও বলেন, ‘নীতীশ কুমার খোদ এই ষড়যন্ত্রের সঙ্গে জড়িত। লালুজিকে ওরা জেলে পুরেছে। রোজই উনি মৃত্যুর দিকে এগিয়ে চলেছেন। বুঝতে পারছি না ওঁকে কোনও কিছু খাইয়ে মেরে ফেলা হবে কি না। এই সরকারকে বিশ্বাস করি না। ওরা যদি বলতো আমাদের ঘর ছেড়ে দিতে হবে, তাহলে আমরা তাই করাতাম। তা না করে এভাবে নিরাপত্তা তুলে নেওয়া হল!’


সম্প্রতি রেলের একটি হাটেল কেলেঙ্কারির সঙ্গে জড়িয়ে থাকার অভিযোগে রাবড়ি দেবীর বাড়িতে তল্লাশি চালায় সিবিআই। তার পরেই মঙ্গলবার রাবড়ি দেবীর বাড়িতে নিরাপত্তায় নিয়োজিত ৩২ জন সেনা পুলিসকে তুলে নেয় রাজ্য সরকার। এনিয়ে ষড়‌যন্ত্রের অভি‌যোগ তুলেছেন রাজ্যের প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী তথা লালুর ছেলে তেজস্বী ‌যাদবও।