নিজস্ব প্রতিবেদন: অতর্কিত কিস রাহুল গান্ধীকে! পুরুষ ভক্তের কাছে এমন চুমু পেয়ে হতভম্ব তো বটেই, তবে হাসি মুখেই সামলে নিলেন পরিস্থিতি। বুধবার নিজের কেন্দ্র ওয়াইনাডে যাচ্ছিলেন বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে। এসপিজি-র ঘেরাটোপে ধীরে ধীরেই তাঁর এসইউভি এগোচ্ছিল। আর গাড়িতে বসে সমর্থকদের সঙ্গে হাত মেলাচ্ছিলেন রাহুল। কিন্তু এক ভক্ত তাঁর সঙ্গে করমর্দনের পাশাপাশি কাছে টেনে নিয়ে অতর্কিতে চুমু খান। রাহুলকে একটু অপ্রস্তুতই দেখায়। তবে, চটে না গিয়ে হাসি মুখেই ব্যাপারটা মিটিয়ে নেন তিনি।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


আজই টুইটে রাহুল গান্ধী লেখেন, কাশ্মীর ভারতের অভ্যন্তরীণ সমস্যা। সেখানে হিংসায় মদত দিচ্ছে পাকিস্তান। রাহুলের এহেন মন্তব্যে কটাক্ষ করতে ছাড়েননি বিজেপি নেতারা। কেন্দ্রীয় মন্ত্রী মুখতার আব্বাস নাকভি বলেন, রাহুলের কাঁচা বুদ্ধির জন্য কংগ্রেস বিপাকে পড়েছে। অর্থাত্ এর আগে কাশ্মীর নিয়ে কেন্দ্রের বিভিন্ন পদক্ষেপের সমালোচনা করতে দেখা যায় তাঁকে। কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব তাঁর দেখানো পথেই হেঁটেছে। যদিও কাশ্মীরে স্থানীয়দের অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন রাহুল।



আরও পড়ুন- এক মাসে রেকর্ড পতন হল ডলার প্রতি টাকার! কপালে ভাঁজ কেন্দ্রের


রাহুল গান্ধীর এ দিনের মন্তব্যে কটাক্ষ করতে দেখা গিয়েছে বিজেপি সাংসদ গিরিরাজ সিংকেও। তিনি কটাক্ষ সুরে বলেন, ডিসপেনসরি থেকে ব্যান্ড-এইড চুরি করে এখন ক্ষতে প্রলেপ দেওয়ার চেষ্টা করছেন রাহুল। কংগ্রেসের মুখপত্র রণদীপ সুরজেওয়ালাকেও একহাত নেন কেন্দ্রীয় পশুপাল, ডেয়ারি ও মত্সপালন বিষয়ক মন্ত্রী। সুরজেওয়ালা অভিযোগ করেছিলেন, রাহুলের নাম নিয়ে কাশ্মীর বিষয়ে রাষ্ট্র সঙ্ঘে অভিযোগ জানাচ্ছে পাকিস্তান।