রাহুল গান্ধীর নিশানায় ফের মোদী
নোট বাতিল ইস্যুতে রাহুল গান্ধীর নিশানায় ফের প্রধানমন্ত্রী মোদী। বললেন, `মোদী দেশবাসীকে ক্যাশলেস করে দিয়েছেন।` আজ দাদরির আনাজ মান্ডি পরিদর্শনে যান কংগ্রেস সহ সভাপতি।
ওয়েব ডেস্ক : নোট বাতিল ইস্যুতে রাহুল গান্ধীর নিশানায় ফের প্রধানমন্ত্রী মোদী। বললেন, "মোদী দেশবাসীকে ক্যাশলেস করে দিয়েছেন।" আজ দাদরির আনাজ মান্ডি পরিদর্শনে যান কংগ্রেস সহ সভাপতি।
সেখানেই তিনি বলেন, " মোদীজি ক্যাশলেস ইকোনমির কথা বলছেন। মানুষ তো এমনিই ক্যাশলেস হয়ে গেছে। আজ কারও কাছে কোনও পয়সা নেই।" ব্যাঙ্কে ঠায় লাইন দিয়ে দাঁড়িয়ে থেকে টাকা জমা দিতে কোনও ধনী লোককে দেখা গেছে কিনা, সেই প্রশ্নও ছুঁড়ে দেন রাহুল।
কটাক্ষ করেন, কয়েক দিন পর পরই বদলে যাচ্ছে প্রধানমন্ত্রীর বক্তব্য। প্রথমে কালোটাকার বিরুদ্ধে লড়াই। তারপর সন্ত্রাসবাদের বিরুদ্ধে। আর এখন ক্যাশলেস ইকোনমির কথা। গরীব মানুষ অনেক কষ্টে হাতে পাচ্ছেন মাত্র ২০০০ টাকা। আর এদিকে কোটি কোটি টাকা ব্যাঙ্কের একাংশের 'সাহায্যেই' ঢুকে যাচ্ছে ধনী লোকদের পকেটে।
আরও পড়ুন, "নোট বাতিল দেশের সবচেয়ে বড় দুর্নীতি, তদন্ত চাই", কড়া আক্রমণ চিদাম্বরমের