নিজস্ব প্রতিবেদন: কংগ্রেস সভাপতির পদে অভিষিক্ত রাহুল গান্ধীকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মোদীর আশা, উনি (রাহুল) ‌যোগ্যতার সঙ্গে নিজের দায়িত্ব পালন করবেন।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

গুজরাট বিধানসভা নির্বাচনের কংগ্রেস-বিজেপির প্রবল চাপানউতোরের মধ্যেও সৌজন্য দেখাতে ভুললেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।



আজ সোমবার রাহুল গান্ধীকে দলের সভাপতি হিসেবে ঘোষণা করেছে কংগ্রেস। কংগ্রেস ‌যুবরাজের এই নতুন পদপ্রাপ্তিতে তাঁকে শুভকামনা জানিয়ে টুইট করেছেন প্রধানমন্ত্রী।


উল্লেখ্য, আজ রাহুলকে দলের সভাপতি হিসেবে ঘোষণা করেন কংগ্রেসের নির্বাচন কর্তৃপক্ষের চেয়ারম্যান মুল্লাপল্লী রামচন্দ্রন। ১৬ ডিসেম্বর রাহুল কা‌র্যভার গ্রহণ করবেন। টানা ১৯ বছর সভানেত্রীর পদে ছিলেন সনিয়া গান্ধী। এবার তাঁর হাত থেকেই ব্যাটল গেল ছেলে রাহুলের হাতে।


আরও পড়ুন-ম্যানহাটনে বিস্ফোরণ, হত ১