ম্যানহাটনে বিস্ফোরণ, হত ১
নিউ ইয়র্ক সিটি পুলিস ইতিমধ্যেই যান চলাচল নিয়ন্ত্রণে এনেছে। এবিসি নিউজ সূত্রে পাওয়া খবর অনুযায়ী, বাস টার্মিনালের মাটির তলায় থাকা পাইপে বিস্ফোরণটি ঘটানো হয়েছে।
![ম্যানহাটনে বিস্ফোরণ, হত ১ ম্যানহাটনে বিস্ফোরণ, হত ১](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2017/12/11/101918-manhattanblast.jpg)
নিজস্ব প্রতিবেদন: বিস্ফোরণে কেঁপে উঠল নিউইয়র্কের ম্যানহাটন। সংবাদসংস্থা রয়টার্স সূত্রে খবর, ম্যানহাটনের টাইমস স্কোয়ারের পোর্ট অথরিটি বাস টার্মিনালের কাছে বিস্ফোরণটি ঘটে। স্থানীয় সময় অনুযায়ী, সোমবার সকালে বিস্ফোরণটি হয়। এই ঘটনায় এখনও পর্যন্ত একজন আহত হয়েছেন বলে খবর। সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করা হয়েছে বলে জানা যাচ্ছে।
আরও পড়ুন- পাকিস্তানকে না টেনে নিজের ক্ষমতায় জিতুন, মোদীকে হুঁশিয়ারি পাক বিদেশমন্ত্রকের
নিউ ইয়র্ক সিটি পুলিস ইতিমধ্যেই যান চলাচল নিয়ন্ত্রণে এনেছে। এবিসি নিউজ সূত্রে পাওয়া খবর অনুযায়ী, বাস টার্মিনালের মাটির তলায় থাকা পাইপে বিস্ফোরণটি ঘটানো হয়েছে। যদিও সরকারিভাবে এখনও কোনও প্রতিক্রিয়া দেয়নি নিই ইয়র্ক পুলিস।
আরও পড়ুন- দাবানলে ঝাঁপিয়ে পড়ে খরগোশের প্রাণ বাঁচালেন যুবক, দেখুন ভিডিও
মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় বাস টার্মিন্যাল এটি। এখানে বছরে প্রায় সাড়ে ৬ কোটি মানুষ যাতায়াত করেন।