ওয়েব ডেস্ক: হায়দরাবাদের রিসার্চ স্কলার রোহিত ভেমুলার মৃত্যুতে ক্রমশ জোরালো হচ্ছে প্রতিবাদ। আজ রোহিতের ২৭তম জন্মদিন। গতকাল মধ্যরাতে বিচারের দাবিতে মোমবাতি মিছিল করেন প্রতিবাদীরা। তাতে সামিল হন রোহিতের মা। কিছুক্ষণের মধ্যেই পৌঁছান কংগ্রেস সহ সভাপতি রাহুল গান্ধী। মিছিলে পা মেলান তিনি। রোহিতের জন্মদিনের দিনই গণ অনশন শুরু করতে চলেছেন বিক্ষোভকারীরা। তাতে সামিল হচ্ছেন রোহিতের সঙ্গে সাসপেন্ড হওয়া চার পড়ুয়াও। ১২ ঘণ্টার প্রতীকী অনশন করছেন রাহুল গান্ধীও। এদিন রাহুল গান্ধী বিশ্ববিদ্যালয়ে পৌঁছনোর কিছুক্ষণ আগেই ছুটিতে চলে যান পি আপ্পা রাওয়ের পর দায়িত্বে আসা উপাচার্য বিপিন শ্রীবাস্তব। ১৭ জানুয়ারি আত্মহত্যা করেন রোহিত। আর ২৬ জানুয়ারি অনির্দিষ্টকালের ছুটিতে চলে যান পি আপ্পা রাও। এবার চারদিনের ছুটিতে চলে গেলেন বিপিন শ্রীবাস্তবও। রোহিত ভেমুলার মৃত্যুর জন্য দুজনকেই কাঠগড়ায় তুলছেন পড়ুয়ারা।