নিজস্ব প্রতিবেদন: জাতীয় গীত 'বন্দে মাতরম'কে অসম্মান করার অভিযোগ উঠল কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর বিরুদ্ধে। কর্ণাটকের ভোটপ্রচারে একটি ভিডিও পোস্ট করে বিজেপির অভিযোগ, সময় নষ্টের অজুহাতে বন্দে মাতরমের অপমান করেছেন রাহুল। এক লাইনে বন্দে মাতরম গেয়ে দেওয়ার জন্য দলের নেতাকে নির্দেশ দিয়েছেন তিনি।    


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

কর্ণাটক বিজেপি টুইটারে লিখেছে,''১৯৩৭ সালে জিন্নাহর আপত্তিতে বন্দে মাতরমের তিনটি অনুচ্ছেদ ছেঁটে দিয়েছিলেন নেহরু। আজ বন্দে মাতরম কেটে এক লাইনের করে দিলেন রাহুল। জাতীয় গীতকে সম্মান করে না কংগ্রেস। কংগ্রেসমুক্ত ভারতের জন্য আরও কারণ চাই? লজ্জা হওয়া উচিত রাহুলের।''



রাহুলকে 'শাহজাদা' কটাক্ষ করে বিজেপির মুখপাত্র সম্বিত্ পাত্র বলেন, কর্ণাটকের জনসভায় বন্দে মাতরমকে এক লাইনে নামিয়ে দিলেন রাহুল গান্ধী। এজন্যই ওকে শাহজাদা বলা হয়। দেশকে পারিবারিক সম্পত্তি গণ্য করেন উনি। জাতীয় সংগীতও কি এবার বদলে দেবেন?    



আরও পড়ুন- কালো টাকার খোঁজ দিলেই ৫ টাকা কোটি পুরস্কার