নিজস্ব প্রতিবেদন: ক্ষমতায় এলে কংগ্রেস দেশের ২০ শতাংশ গরিবকে দেবে মাসে ৬ হাজার টাকা করে। এতে ২৫ কোটি মানুষ দারিদ্রসীমার উপরে উঠে আসবেন বলে গত কাল দাবি করেছিলেন রাহুল গান্ধী। আজ রাজস্থানের সুরাটগড়ে এক জনসভায় রাহুল বলেন, দারিদ্র দূরীকরণে সার্জিক্যাল স্ট্রাইক করবে কংগ্রেস। ২০১৪ সালে নির্বাচনে নরেন্দ্র মোদীও এমনই ঢালাও প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছিলেন। কংগ্রেস সরকারে এলে রাহুল গান্ধী আদৌ কতটা বাস্তবায়ন করতে পারবেন, এ নিয়ে সন্দিহান রাজনৈতিক পর্যবেক্ষকরা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


গরিব মানুষের ন্যূনতম আয় নিশ্চিত করতে গত কাল দেশের ২০ শতাংশ গরবিকে ৭২ হাজার টাকা দেওয়ার প্রতিশ্রুতি দেয় কংগ্রেস। এই প্রকল্পের নাম দেওয়া হয়, ন্যূনতম আয় যোজনা (ন্যায়)। কংগ্রেসের দাবি, ৫ কোটি পরিবার অর্থাত্ পরিবারের ৫ জন সদস্য ধরে বলা হয়েছে মোট ২৫ কোটি মানুষ উপকৃত হবেন ওই প্রকল্পে। সম্প্রতি কৃষকদের আড়াই একর জমির জন্য বছরের ৬ হাজার টাকা দেওয়ার ঘোষণা করে মোদী সরকার। কেন্দ্রের এই সিদ্ধান্তের তীব্র সমালোচনা করে কংগ্রেস। রাহুল গান্ধীর কটাক্ষ, কৃষকদের এত সামান্য টাকা দিয়ে আদতে তাঁদের অসম্মান করছে বিজেপি। এর পরই দেশের মানুষের ন্যূনতম আয় নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন রাহুল।


আরও পড়ুন- দ্বারভাঙ্গা কার? চরম মন কষাকষি মহাজোটের


‘গরিবি হটাও’-র স্লোগানের পাশাপাশি ‘চৌকিদার চোর’ স্লোগানও জারি রেখেছেন রাহুল গান্ধী। এমন কি নরেন্দ্র মোদীর ‘আমিও চৌকিদারের’ পাল্টা নয়া কৌশল অবলম্বন করেছেন রাহুল। এ দিন জনসভায় আম জনতার উদ্দেশে কংগ্রেস সভাপতি প্রশ্ন ছোড়েন, নরেন্দ্র মোদী কার চৌকিদার? কৃষক, বেকারদের বাড়িতে কখনও চৌকিদার দেখেছেন? রাহুল বলেন, অনিল অম্বানীর বাড়িতেই চৌকিদার দেখা যায়। উনি (নরেন্দ্র মোদী) অনিল অম্বানী, নীরব মোদীর চৌকিদার।