ওয়েব ডেস্ক : নোট বাতিলের এক মাস পার। আজও দিনভর উত্তাল থাকল সাংসদ। সকালে গান্ধী মূর্তির সামনে বিক্ষোভে সামিল হন বিরোধীরা। রাহুল গান্ধীর অভিযোগ, নির্বোধের মতো সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী। বিক্ষোভের জেরে এদিনও পণ্ড হয়ে যায় অধিবেশন।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ATM-ব্যাঙ্কের সামনে প্রাণান্তকর লাইন। নোটের জন্য প্রতীক্ষা, দেশের কোণায় কোণায় ছবি এটাই। শীত অধিবেশনের শুরু থেকেই মানুষের হয়রানি নিয়ে সুর চড়া করেছে সব বিরোধী দল। বৃহস্পতিবার আক্রমণ আরও তীব্র করলেন রাহুল গান্ধী। ক্যাশলেস অর্থনীতির পক্ষে জোর সওয়াল করছে কেন্দ্র। পাল্টা দিলেন রাহুল গান্ধীও। তাঁর নিশানায় সরাসরি নরেন্দ্র মোদী। বললেন, "পেটিএম মানে পে টু মোদী।" সরকার পক্ষ অবশ্য বিরোধীদের এই সব আক্রমণে আমল দিতে নারাজ। তাদের চোখে পুরোটাই তামাশা। পড়ুন,  মোদী সরকারের বিরুদ্ধে সংসদীয় বিধিভঙ্গের অভিযোগ সীতারাম ইয়েচুরির


অন্যদিকে রাজ্যসভাতেও বিরোধীদের তীব্র কটাক্ষের মুখে সরকার। গুলাম নবি আজাদের বক্তব্যের সময়  হল্লা শুরু করে দেয় সরকার পক্ষও। তবে দাবিতে অনড় কংগ্রেসও। বিরোধীদের বিক্ষোভে শেষ পর্যন্ত মুলতুবি হয়ে যায় অধিবেশন। আরও পড়ুন, এবার 'ধমক' দিলেন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়