নিজস্ব প্রতিবেদন: মাসুদ আজাহারকে বিশ্ব সন্ত্রাসবাদী ঘোষণার প্রস্তাবে চিন ফের ভেটো দিতেই টুইটারে মোদীকে বিঁধলেন রাহুল গান্ধী। মোদীকে 'দুর্বল' বলে কটাক্ষ করেন তিনি। একই সঙ্গে প্রশ্ন তোলের মোদীর কূটনৈতিক দক্ষতা নিয়েও। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

বৃহস্পতিবার সকালে এক টুইটে রাহুল গান্ধী লেখেন, 'দুর্বল মোদী শি (জিনপিং)-কে ভয় পান। চিন ভারতের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করলে তাঁর মুখ থেকে কোনও শব্দ বেরোয় না।'


 



এর পর 'নমোর চিন কূটনীতি' নামে এক তালিকায় মোদীকে কটাক্ষ করে তিনি ৩টি পয়েন্ট লিখেছেন, '১. গুজরাতে দোলনায় চড়া, ২. দিল্লিতে আলিঙ্গন ৩. চিনে শি (জিনপিং)-র সামনে মাথা ঝোঁকানো' 


ফের একবার মাসুদ আজাহারকে বাঁচাল চিন, তীব্র প্রতিক্রিয়া বিদেশমন্ত্রকের


বলে রাখি, রাষ্ট্রসংঘে ফের একবার মাসুদ আজাহারকে 'বিশ্ব সন্ত্রাসবাদী' ঘোষণায় বাধা হয়ে দাঁড়ায় চিন। ভারত, মার্কিনযুক্তরাষ্ট্র, ফ্রান্স-সহ গোটা বিশ্ব প্রস্তাবের পক্ষে সায় দিলেও চিনের বাধায় চতুর্থবার বেঁচে গেল মাসুদ আজাহার। ঘটনায় হতাশা প্রকাশ করেছেন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ। 


পুলওয়ামা হামলার পর মাসুদ আজাহারকে বিশ্ব সন্ত্রাসবাদী ঘোষণা করতে ফের একবার কোমর বেঁধে নামে ভারত। মার্কিন যুক্তরাষ্ট্র, ফ্রান্সের মতো শক্তিধর রাষ্ট্রের সমর্থন আদায় করে নেয় নয়া দিল্লি। কিন্তু শেষ পর্যন্ত চিনের বাধায় ফের একবার ব্যর্থ হল ভারতের সব চেষ্টা।