নিজস্ব প্রতিবেদন: আবারও তীব্র আক্রমণাত্মক রাহুল গান্ধী। আবারও সমালোচনা করলেন কেন্দ্রকে। ব্যঙ্গ করলেন 'আচ্ছে দিন'কে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আজ, বৃহস্পতিবার দুপুর নাগাদ হিন্দিতে একটি টুইট করেছেন রাহুল গান্ধী। 


তাঁর হিন্দি টুইটের ভাষা এরকম:  
केंद्र सरकार की प्राथमिकता- सोशल मीडिया, झूठी इमेज।
जनता की प्राथमिकता- रिकॉर्ड तोड़ महँगाई, कोरोना वैक्सीन।
ये कैसे अच्छे दिन!


আরও পড়ুন: গ্যাস বেলুন পিঠে বেঁধে ওড়ানো হচ্ছে কুকুর, ভাইরাল হতে গ্রেফতার YouTuber


বাংলায় বিষয়টা এরকম: 
কেন্দ্রীয় সরকারের (Central Government) অগ্রাধিকার-- সোশ্যাল মিডিয়া, ভুয়ো ভাবমূর্তি।
জনগণের (public) অগ্রাধিকার-- রেকর্ড মূল্যস্ফীতি (inflation), করোনার ভ্যাকসিন।
শেষে রাহুলের সংযোজন-- এ কী আচ্ছে দিন!


প্রসঙ্গত, কয়েকদিন ধরেই রাহুল গান্ধীর সঙ্গে কেন্দ্রের এই রকম বাগযুদ্ধ চলছে। আজ, বৃহস্পতিবারই কেন্দ্রীয়  স্বাস্থ্যমন্ত্রী রাহুল গান্ধীকে 'শকুন' বলে সমালোচনা করেছেন। রাহুল গান্ধী কেন্দ্রের কোভিড-তথ্য নিয়ে প্রশ্ন তুলেছিলেন।  


আরও পড়ুন: ভারতের নতুন ডিজিটাল বিধি মেনেই চলবে তারা, সাড়া টুইটারের