ওয়েব ডেস্ক: কংগ্রেসের সহ-সভাপতি রাহুল গান্ধীকে প্রাণনাশের হুমকি। রাহুল গান্ধীর নিরাপত্তার বিষয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গে কথা বলবে কংগ্রেসের শীর্ষ নেতৃত্বরা। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, পুদুচেরিতে কংগ্রেসের কাছে একটি চিঠি আসে, সেখানেই রাহুল গান্ধীর প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলে কংগ্রেস নেতৃত্বদের দাবি। আগামী মঙ্গলবার পুদুচেরির কারাইকালে একটি জনসভা করার কথা রাহুল গান্ধীর। চিঠিতে ওই কারাইকালের কথাও উল্লেখ রয়েছে বলে দাবি কংগ্রেসের শীর্ষ নেতাদের। 


এই চিঠি পাওয়ার পরই কংগ্রেসের শীর্ষ নেতারা বিষয়টি নিয়ে আলোচনা করেন এবং তাঁরা সিদ্ধান্ত গ্রহণ করেছেন রাহুল গান্ধীর নিরাপত্তা নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গে দেখাও করবেন তাঁরা।