রেল বাজেটের আগে জেনে নিন ভারতীয় রেলের ৫ টি অজানা তথ্য
রেল বাজেটের আগে জেনে নিন রেল সম্পর্কে এমন কয়েকটি তথ্য, যেগুলো আপনার কাজে লাগবে। অথবা একজন ভারতীয় হিসেবে এটা জানা খুবই দরকারি।
ওয়েব ডেস্ক: রেল বাজেটের আগে জেনে নিন রেল সম্পর্কে এমন কয়েকটি তথ্য, যেগুলো আপনার কাজে লাগবে। অথবা একজন ভারতীয় হিসেবে এটা জানা খুবই দরকারি।
১) ২০১৩-১৪ সালে রেলে যাক্রীদের টিকিট থেকে আয় হয়েছিল ৩৬.৫ কোটি টাকা। আর পন্য শুল্ক থেকে আয় হয় ৯৩.৯ কোটি টাকা।
২) আয়ের হিসেবে রেল পন্য মাসুলের থেকে রোজগার করে যে টাকা, তা অন্য দেশের তুলনায় কেমন দেখে নিন। আমেরিকা রোজগার করে ৪৪ শতাংশ। রাশিয়া ৬৫ শতাংশ। চিন ৫১ শতাংশ এবং ভারত মাত্র ৩৩ শতাংশ!
৩) ভারতের সবথেকে দ্রুত গতির ট্রেন গড়ে ১.৭ লক্ষ টাকা প্রতি যাত্রায় লস (ক্ষতি) করে।
৪) রাস্তা এবং ব্রিজ বানাতে ১২ টি পঞ্চবার্ষিকি প্রকল্পে খরচ করা হয়েছে ৯,১৪,৫৩৬ কোটি টাকা। সেখানে রেলের পরিকাঠামোতে খরচ করা হয়েছে ৫,১৯,২২১ কোটি টাকা।
৫) রেলওয়ে ১৯৯০ সালে চিনে চিনে ছিল ৫৭,৯০০ কিমি। সেখানে ভারতে ছিল ৬২,২১১ কিমি। আর ২০১০ এ এসে সেটা দাঁড়িয়েছে, ভারতে ৬৪, ০০০ কিমি। আর চিন সেখানে ৯০,০০০ কিমি!