ওয়েব ডেস্ক: রেলের রিজারভেশনের নতুন নিয়ম, কী লিখবেন, জেনে নিন-


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

নিজের পুরো নাম লিখুন। অবশ্যই লিখবেন নিজের পদবী। ছোট করে শুধু নাম (শর্ট নাম) লিখে ফর্ম ফিল-আপ করলে রেল তা গ্রাহ্য করবে না। সেক্ষেত্রে বাতিল হয়ে যাবে আপনার আবেদন। এমনকি শর্টে নাম লিখলে কনফার্ম সিট ও বাতিল হয়ে যেতে পারে।  


ভারতীয় রেল নিরাপত্তাকে আরও বেশি আঁটোসাঁটো করতেই এই সিদ্ধান্ত নিয়েছে। কার নামে রিজারভেশন হচ্ছে, তাঁর পুরো নাম এখন থেকে অতি আবশ্যক। ভারতীয় রেলের প্রতিটি জোনেই এই নিয়ম কার্যকর করা হবে।


রেলের পরিসংখ্যান বলছে, ভারতে প্রতিনিয়ত ১৫ থেকে ২২ লক্ষ মানুষ প্রায় ২৫০০ ট্রেনে রিজারভেশনের জন্য ফর্ম ফিল-আপ করেন। সেক্ষেত্রে পুরো নামের পরিবর্তে শর্ট নাম লিখলে তা যাচাই করতেও সমস্যার সন্মুখীন হতে হয়।