ওয়েব ডেস্ক : হরিয়ানায় জাঠ সংরক্ষণের দাবির আঁচ এবার উত্তরপূর্বেও। আদিবাসী জনজাতিকরণ বা সিডিউল ট্রাইবের দাবিতে এবার কোকড়াঝাড়ে রেল লাইন অবরোধ শুরু করেছে আদিবাসীদের বেশ কয়েকটি সংগঠন। সংগঠনের নাম, আদিবাসী ন্যাশনাল কনভেনশন কমিটি। অবরোধের জেরে উত্তর-পূর্বের সাত রাজ্যের সঙ্গে দেশের অন্য জায়গার সংযোগ ব্যবস্থা সম্পূর্ণ বিপর্যস্ত । বিভিন্ন স্টেশনে আটকে পড়েছে রাজধানী সহ একাধিক দূরপাল্লার ট্রেন। পুরোপুরি বিপর্যস্ত রেল পরিষেবা।


ইতিমধ্যেই হরিয়ানায় হিংসার বলি হয়েছেন ১২ জন। হরিয়ানার বিভিন্ন শহরে জারি রয়েছে কারফিউ। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মোতায়েন রয়েছে সেনা। বিক্ষোভের আঁচ এসে লেগেছে রাজধানী শহর দিল্লিতেও। বিক্ষোভের জেরে বিপর্যস্ত হয় জল সরবরাহ। গতকাল নির্জলা থাকে রাজধানী শহর। আজও স্কুল-কলেজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছে কেজরিওয়াল সরকার।