নিজস্ব প্রতিবেদন:  ভারত-সহ সারা বিশ্বের এখন প্রধান  শত্রু নোভেল করোনাভাইরাস। সেই করোনা হাসপাতালেরই বেহাল দশা। ছাদ ফেটে গড়গড় করে  পড়ছে জল। এমনই ঘটনার সাক্ষী উত্তর প্রদেশের বরেলি। বৃষ্টির জলে ভেসে যাচ্ছে কোভিড ওয়ার্ড। রোগীরাও স্তম্ভিত। বরেলির একটি বেসরকারি হাসপাতালের কোভিড ওয়ার্ডের এই হাল দেখে রীতিমত শিউরে উঠছেন আমজনতা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: দিল্লির রাস্তায় এক বাস উঁচু সমান জল, হুড়মুড়িয়ে ভেঙে পড়ছে বাড়ি, ভাসছে মৃতদেহ


উত্তর প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব টুইট করে লিখেছেন, "এই হলো উত্তর প্রদেশের কোয়ারেন্টিন সেন্টারের হাল, লাগাতার ঝরনা বইছে।"


 



সেই ভিডিয়ো আপাতত নেট দুনিয়ায় ভাইরাল। ভিডিয়োটিতে দেখা যাচ্ছে চারিদিকে বেড আর মাঝখানে ছাদের গর্ত দিয়ে পড়ছে জল। ভেসে চলেছে অঝোরে। জলের তোড়ে ভিজে যাচ্ছে ওই ওয়ার্ডের বিছানাগুলি।বাকিরা নিরুপায়ের মতো বসে রয়েছেন। প্রসঙ্গত যোগীর রাজ্যে এখন মোট করোনা আক্রান্ত ৪৫ হাজার ১৬৩। প্রাণ হারিয়েছেন ১ হাজার ৮৪ জন।