দিল্লির রাস্তায় এক বাস উঁচু সমান জল, হুড়মুড়িয়ে ভেঙে পড়ছে বাড়ি, ভাসছে মৃতদেহ
মিন্টো ব্রিজের তলায় জলের তোড়ে ভাসছে মৃতদেহ।
নিজস্ব প্রতিবেদন: দেশে ভয়ানক ভাবে করোনা বিধ্বস্ত দিল্লি। তার মধ্যেই জলের তোড়ে রাজধানীর ভয়াবহ রূপ।। সকালেই প্রবল বৃষ্টির প্রকোপে প্রাণ হারিয়েছেন ২ ব্যক্তি। সেন্ট্রাল আইটিও- রিং রোডের কাছে জলের তোড়ে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল আস্ত পাড়ি। জল গ্রাস করেছে একের পর রাস্তা। শুধুই ভেসে আসছে আর্তনাদ। এরকমই ভয়াবহ ভিডিয়ো টুইট করেছেন বিজেপির মুখপাত্র সম্বিত পাত্র।
Unbelievable that this is Delhi!! pic.twitter.com/uoDbRPiW1h
— Sambit Patra (@sambitswaraj) July 19, 2020
মিন্টো ব্রিজের তলায় জলের তোড়ে ভাসছে মৃতদেহ। জাহাগিরপুরী এলাকা থেকেও এসেছে মৃত্যুর খবর। আম আদমি পার্টির সাংসদ সঞ্জয় সিং জানিয়েছেন মিন্টো ব্রিজের কাছে যে মৃতদেহটি মিলেছে সেটি একজন ট্রাক চালকের। যার ট্রাক মিন্টো ব্রিজের তলায় জল জমে থাকার কারণে আটকে পড়েছিল। আইটিও অঞ্চল থেকে ৩ জন, জাখিরা ফ্লাইওভার থেকে ৬ জন এবং লরেন্স রোড থেকে জলমগ্ন অবস্থায় আটকে পড়া মানুষদের ইতিমধ্যেই উদ্ধার করেছে দিল্লি ফায়ার সার্ভিস।
#WATCH Delhi: Fire Department personnel rescue people on-board a bus that was stuck in a waterlogged road under Minto Bridge following heavy rainfall in the national capital this morning. pic.twitter.com/wBCjSRtvqw
— ANI (@ANI) July 19, 2020
দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল জানিয়েছেন ইতিমধ্যেই মিন্টো ব্রিজের তলার জলমগ্ন রাস্তা থেকে জল সরানো হয়েছে। এছাড়া অন্য জলমগ্ন অঞ্চলগুলিকেও স্বাভাবিক করার কাজ চলছে।
আরও পড়ুন:এক্সপ্রেসওয়েতে ভয়াবহ দুর্ঘটনার কবলে পরিযায়ী শ্রমিকদের বাস, মৃত ৬, আহত ১৮