নিজস্ব প্রতিবেদন: কয়েক মাস ধরেই রাজস্থানে উলটো হাওয়া বইছিল। উপনির্বাচনে সেটাই প্রতিফলিত হল। রাজস্থানে একটি বিধানসভা কেন্দ্র ও দু'টি লোকসভা কেন্দ্রের উপনির্বাচনে জয় পেল কংগ্রেস। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

২০১৪ সালে রাজস্থানে লোকসভা নির্বাচনে একটাও আসন পায়নি রাহুল গান্ধীর দল।বৃহস্পতিবার সেই রাজ্যেই আজমেঢ় ও  আলওয়ার আসনে জিতলেন কংগ্রেস প্রার্থী। মণ্ডলগঢ় বিধানসভা কেন্দ্রেও অনায়াসে জিতেছে কংগ্রেস।


আরও পড়ুন- জনমোহিনী লাইন ছেড়ে বাস্তবতার ট্র্যাকে রেল ছোটালেন জেটলি


চলতি বছরের শেষেই রাজস্থানে বিধানসভার নির্বাচন। তার আগে উপনির্বাচনে কংগ্রেসের জয় যথেষ্ট ইঙ্গিতবাহী বলে মনে করছে রাজনৈতিক মহল। কংগ্রেস নেতা সচিন পাইলটের কথায়, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এই জনাদেশ। উপনির্বাচনের ফল বিজেপিকে সরানোর বার্তা দিল। বিজেপির অন্দরের খবর, বসুন্ধরা রাজের সরকারের প্রতি অখুশি সাধারণ মানুষ। পাশাপাশি হিন্দুবিরোধী তকমাও লেগেছে তাঁর গায়ে। কংগ্রেসকে সমর্থন দিয়েছিল করণি সেনাও।