নিজস্ব প্রতিবেদন: গাড়ির সামনের সিট বেল্টে বাঁধা মেয়ের লাশ। কোভিডে মৃত্যু হয়েছে তাঁর। পাশে বসে কাঁদতে কাঁদতে ড্রাইভ করছেন বাবা। সম্প্রতি এমনই একটি ছবি ভাইরাল হয়ে সোশ্যাল মিডিয়ায়। বাবার অভিযোগ ৪০ হাজার টাকা চেয়েছে অ্যাম্বুলেন্স। তার পক্ষে সেই টাকা দেওয়া সম্ভব ছিল না। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 দর করার পরও রাজস্থান থেকে ৮৫ কিলোমিটার দূরত্বে অ্যাম্বুলেন্সের ভাড়া নিচ্ছে ১৬ থেকে ৩৫ হাজার টাকা। তাই নিজের গাড়িতেই মেয়ের লাশ বসিয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন শোকে কাতর বাবা। সোমবার কোটা শহরে এই ঘটনাটি ঘটে। ছবি ভাইরাল হতেই নড়চড়ে বসেছে প্রশাসন। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। 


আরও পড়ুন: নিমেশে বলে দিতে পারেন যেকোনও ঝড়ের গতিপথ, চিনে নিন ভারতের Cyclone Man-কে


 কোভিড -১৯-এ আক্রান্ত মেয়ে সীমাকে ২৪ এপ্রিল কোটার এক হাসপাতালে ভর্তি করা হয়। রবিবার তিনি মারা যান। এরপর দেহ কোটা থেকে ঝালওয়ার পর্যন্ত নিয়ে যেতে অ্যাম্বুলেন্স ভাড়া করতে যায় পরিবার। কিন্তু, টাকার অঙ্ক শুনে মাথায় হাত ওঠে তাঁদের।  এরপরই নিজের গাড়িতে বসিয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন বাবা। প্রায় ৮৫ কিলোমিটার  মেয়ের লাশকে পাশে রেখে ড্রাইভ করে শ্মশানে পৌঁছয়।