1/7
2/7
সে ভয় পেয়েছিল। তবে মনে মনে হয়ত প্রতিজ্ঞাও করেছিল। প্রতিজ্ঞা করেছিল, এই পরিস্থিতির বদল ঘটাবে। বহু বছর পর তা সম্ভব হয়। সেই শিশুটাই অসম্ভবকে সম্ভব করে। ওড়িশায় আছড়ে পড়ার আগেই সে ফাইলিন ঘূর্ণিঝড়ের পুঙ্খানুপুঙ্খ গতিপথ বলে দিয়েছিল। সে পেরেছে সেটার সম্ভাব্য গতিবেগও অনুধাবন করতে। ক্রমেই ওই শিশুটা হয়ে উঠেছেন ভারতের 'সাইক্লোন ম্যান'। তিনি, ডাক্তার মৃত্যুঞ্জয় মহাপাত্র (Dr. Mrutyunjay Mohapatra)। বর্তমানে ভারতীয় আবহাওয়া দফতরের ( India Meteorological Department) যিনি ডিরেক্টর জেনারেল।
photos
TRENDING NOW
3/7
4/7
5/7
6/7
7/7
photos