নিজস্ব প্রতিবেদন: জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতির নির্বাচনে ধাক্কা খাওয়ার পর রাজস্থানে পুরসভা নির্বাচনে ভালো ফল করল কংগ্রেস।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

রাজ্যের ৫০টি পুরসভার মধ্যে ৩৬টি পুরসভার পুরপ্রধান পদে জয়ী হলেন কংগ্রেস প্রার্থীরা। বিজেপি প্রার্থীরা জয়ী হয়েছেন ১২টি পুরসভার পুরপ্রধান পদে। নির্দলের ঝুলিতে গিয়েছে ২ পুরসভার পুরপ্রধানের পদ।


আরও পড়ুন- 'টিকাকরণের আগে CAA কর্মসূচি নয়', ভোটের আগে ব্রেক কষলেন অমিত শাহ


রাজ্যের ৫ জেলায় সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে কংগ্রেস। এছাড়াও বারানের ২টি পুরসভা, ভরতপুরের ৮, দৌসার ৩, ঢোলপুরের ২ ও কারৌলির ৩ পুরসভায় জয়ী হয়েছে কংগ্রেস।


জয়পুরে ১০টি কাউন্সিলের নির্বাচনে ৯টিতে জয়ী হয়েছে কংগ্রেস। যোধপুর, সওয়াই মাধোপুর ও কাটায় ১ করে আসন পেয়েছে বিজেপি ও কংগ্রেস।


পুরসভা নির্বাচনে ভালো ফলের পর রাজ্য কংগ্রেস সভাপতি গোবিন্দ সিং দোতাসরা টুইট করেন, 'রাজ্যের ৫০ পুরসভার চেয়ারম্যান পদের নির্বাচনে সংখ্যা গরিষ্ঠাতা পেয়েছে কংগ্রেস। বিজেপি নেমে গিয়েছে ১২ তে। কংগ্রেস নেতা-কর্মীদের ধন্যবাদ।'


আরও পড়ুন-'আমার তথ্য চ্যালেঞ্জ করলে জবাব দেবে যুব মোর্চা': Amit Shah


অন্যদিকে, রাজ্য বিজেপি মুখপাত্র মুকেশ পারিখ বলেন, কংগ্রেস প্রশাসনকে ব্যবহার করে ভোটকে প্রভাবিত করেছে। ধর্ম ও জাতপাতের ভিত্তিতে ভোটারদের ভাগ করেছিল কংগ্রেস।