নিজস্ব প্রতিবেদন: কাবেরী ম্যানেজমেন্ট বোর্ড গঠনের দাবিতে মাঠে নামল নাদিগার সঙ্গম (দক্ষিণ ভারতীয় শিল্পী অ্যসোসিয়েশন)। সুপ্রিম কোর্টের নির্দেশে কাবেরীর জলবণ্টনে ম্যানেজমেন্ট বোর্ড গঠন ও থুটকুডিতে তামা গলানোর কারখানা বন্ধের দাবি জানিয়েছেন তামিল তারকারা। ইতিমধ্যেই উঠে গিয়েছে আইপিএল ম্যাচ বয়কটের দাবি। সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত অবস্থান করেন তাঁরা। পারস্পরিক বিবাদ ভুলে এই প্রতিসভায় হাজির হন রজনীকান্ত, বিজয়, ধনুস, কমল হাসান ও সুরিয়ারা।  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

গত ১৬ অক্টোবর কাবেরী জল নিয়ন্ত্রক অথরিটি ও বোর্ড গঠনের জন্য কেন্দ্রীয় সরকারকে নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। ২৯ মার্চের মধ্যে তা করতে হত। তবে নির্দিষ্ট সময়ের পরেও এব্যাপারে কোনও উদ্যোগ নেয়নি কেন্দ্র। রজনীকান্তের কথায়, ''বোর্ড গঠন না তামিলনাড়ুর মানুষের ক্ষোভের মুখে পড়তে হবে কেন্দ্রকে।''    


বর্তমান পরিস্থিতিতে চেন্নাইয়ে আইপিএল আয়োজনের যৌক্তিকতা নিয়েও উঠেছে প্রশ্ন। রজনীকান্ত বলেন,''এই পরিস্থিতিতে আইপিএল খুবই অস্বস্তিকর। তামিলনাড়ুর মানুষের পাশে দাঁড়ানো উচিত সুপার কিংসের। ওরা কালো ব্যাজ পরে খেলতে নামতে পারে।'' নিজের ভক্তদের কালো ব্যাজ পরে মাঠে যাওয়ার অনুরোধ করেছেন থালাইভার। সিএসকে-র সিইও অবশ্য জানিয়েছেন, তাঁরা তামিলদের পাশে রয়েছেন। সবরকম সহযোগিতা করতে রাজি। কালো ব্যাজ পরার বিষয়টি ঠিক করবেন দলের কর্মকর্তারাই।



২ বছর পর আইপিএলে ফিরেছে চেন্নাই সুপার কিংস। শনিবার ওয়াংখেড়েতে মুম্বইয়ের বিরুদ্ধে এক বল বাকি থাকতে ১ উইকেটে ম্যাচ জেতে সিএসকে। তামিলনাড়ুতে খেলা বয়কটের দাবি ওঠায় ফের সিএসকে-র ভাগ্যাকাশে কালো মেঘ। গোটা বিষয়টি কোনদিকে যায়, তা আগামিদিনেই স্পষ্ট হবে। 


আরও পড়ুন-  স্ত্রী অস্থাবর সম্পত্তি নয়, জোর করে রাখতে পারেন না স্বামী: সুপ্রিম কোর্ট