জ্যোতির্ময় কর্মকার: দিল্লিতে হাই প্রোফাইল বৈঠক। রাষ্ট্রপতি নির্বাচনে যেদিন সর্বসম্মতিক্রমে প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত নিল বিরোধীরা, সেদিনই মমতা বন্দ্যোপাধ্যায়কে ফোন করলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। সূত্রের খবর তেমনই। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

শিয়রে রাষ্ট্রপতি নির্বাচন। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বিজেপির বিরুদ্ধে জোট বাঁধল বিরোধীরা। দিল্লির কনস্টিটিউশন ক্লাবে বৈঠক হাজির হলেন ১৭ রাজনৈতিক দলের প্রতিনিধিরা। শুধু তাই নয়, আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে ঐক্যমতের ভিত্তিতে প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হল। বিরোধীদের তরফে কে হবেন  রাষ্ট্রপতি পদপ্রার্থী? মমতা জানিয়েছেন, 'সবাই সর্বসম্মতিক্রমে শরদ পওয়ারের নাম প্রস্তাব করেছে। যদি রাজি হন, তাহলে সবাই সমর্থন করবে। রাজি না হলে অন্য নাম নিয়ে আলোচনা হবে'। এমনকী, শরদ পওয়ার রাজি না হলে, তিনি ফারুক আবদুল্লা ও গোপালকৃষ্ণ গান্ধীর নাম প্রস্তাব করেছেন বলে সূ্ত্রের খবর।


আরও পড়ুন: Narendra Modi: 'কুকুরের মতো মরতে হবে মোদীকে', কংগ্রেস নেতার মন্তব্য়ে তোলপাড়, দায়ের এফআইআর


এদিকে চুপ করে বসে নেই বিজেপিও। সূত্রের খবর, এদিন সকালে বৈঠকের আগে মমতা বন্দ্যোপাধ্যায়কে ফোন করেন রাজনাথ সিং।  অনুরোধ করেন, 'রাষ্ট্রপতি পদপ্রার্থী নিয়ে কোনও পরামর্শ থাকলে বলুন'। মমতা পাল্টা জানিয়ে দেন, 'সরকারপক্ষ আগে নাম জানাক, তারপরই মন্তব্য করবেন'। এমনকী, রাজনাথের ফোন পেয়েছেন অখিলেশ যাদব ও মল্লিকার্জুন খার্গে-ও।


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)