নিজস্ব প্রতিবেদন: জম্মু ও কাশ্মীরে পাকিস্তানের টানা গুলি চালানো নিয়ে এবার মুখ খুললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী রাজনাথ সিং। সীমান্তের ওপার থেকে গুলি এলে পাল্টা কী ব্যবস্থা নেওয়া হবে তা বিএসএফের উপরেই ছেড়ে দিলেন রাজনাথ।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন- বিমানসংস্থার ত্রুটিতে উড়ান বাতিল হলে ফেরত দিতে হবে টিকিটের দাম


বিএসএফের একটি অনুষ্ঠানে মঙ্গলবার রাজনাথ বলেন, ‘আমাদের এক কুখ্যাত প্রতিবেশী রয়েছে। আপনার প্রথমে গুলি চালাবেন না। কিন্তু আগে ওরা গুলি চালালে পাল্টা কী ব্যবস্থা নেওয়া হবে তা আপনারা ঠিক করবেন। কেউ আপনাদের প্রশ্ন করবে না।’


আরও পড়ুন-পল্ট্রির 'বিভ্রান্তিকর' বিজ্ঞাপন থেকে সানিয়াকে সরে দাঁড়ানোর নির্দেশিকা


উল্লেখ্য, গত কয়েকদিন ধরেই জম্মুতে সীমান্তরেখা বরাবর টানা গুলি চালাচ্ছে পাকিস্তান। পাল্টা গুলি চালাচ্ছে ভারতও। রবিবার ভারতকে গুলি চালানো বন্ধের আর্জি জানানোর কয়েক ঘণ্টার মধ্যেই ফের গোলাগুলি শুরু করেছে পাক রেঞ্জাররা। মঙ্গলাবার আরনিয়া সেক্টরে পাক গুলিতে নিহত হয়েছে ৮ মাসের এক শিশু। এলাকা ছাড়ছেন বহু মানুষ। এর পরই কড়া মনোভাব দেখালেন রাজনাথ।