Abhishek Singhvi: রাজ্যসভায় অভিষেক মনু সিংভির আসনে ৫০০ টাকার বান্ডিল! তদন্তের নির্দেশ ধনকড়ের...
Abhishek Singhvi: বান্ডিল বান্ডিল নোট উদ্ধার হয়েছে। সকাল ১১ টা ১৩ মিনিটে রাজ্যসভায় বিষয়টি জানান চেয়ারম্যান জগদীপ ধনখড়। এই ঘটনার নিন্দা করেছেন রাজ্যসভায় বিজেপির দলনেতা জেপি নাড্ডা।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: রাজ্যসভায় কংগ্রেস সাংসদের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ। অভিযোগের কথা ক্ষোদ জানিয়েছেন রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখড়। অভিযোগ, কংগ্রেসের নবনির্বাচিত রাজ্যসভার সাংসদ অভিষেক মনু সিংভির জন্য নির্ধারিত আসনে একি টাকা ভর্তি ব্যাগ পাওয়া গিয়েছে। বান্ডিল বান্ডিল নোট উদ্ধার হয়েছে। সকাল ১১ টা ১৩ মিনিটে রাজ্যসভায় বিষয়টি জানান চেয়ারম্যান জগদীপ ধনখড়। এই ঘটনার নিন্দা করেছেন রাজ্যসভায় বিজেপির দলনেতা জেপি নাড্ডা। তবে রাজ্যসভার আসনে টাকা উদ্ধারের তদন্ত শেষ হওয়ার আগেই কেন সংশ্লিষ্ট সাংসদের নাম প্রকাশ করা হল, সেই নিয়ে প্রশ্ন তুলেছেন রাজ্যসভায় বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গে।
আরও পড়ুন: Pushpa 2 Premier: 'পুষ্পা ২'-র প্রিমিয়ারে পদপিষ্ট হয়ে মৃত্যুতে খোদ আল্লু অর্জুনের বিরুদ্ধেই...
উল্লেখ্য, তেলঙ্গানা থেকে রাজ্যসভার সাংসদ মনোনীত হয়েছেন অভিষেক মনু সিংভি। তিনি জানিয়েছেন, বিষয়টি তাঁকে জানানো হয়েছে। কংগ্রেস সাংসদ নিশ্চিত করেছেন, যথাযথ তদন্ত করে দেখা হবে, কী ভাবে তাঁর আসনের নীচে নোটের বান্ডিল এল। অভিষেক মনু সিংভির কথায়, ‘রাজ্যসভা অধিবেশনে গেলে আমি নিজের সঙ্গে ৫০০ টাকার একটি নোট রাখি। বৃহস্পতিবার আমি বেলা ১২টা ৫৭ মিনিটে সংসদে পৌঁছই। ১টা থেকে অধিবেশন শুরু হয়। দুপুর দেড়টা পর্যন্ত ক্যান্টিনে বসেছিলাম। তার পর ফিরে আসি।’ শুক্রবার অধিবেশনের শুরুতেই উপরাষ্ট্রপতি জানান, বৃহস্পতিবার নিয়মমাফিক তল্লাশি শেষে ২২২ নম্বর আসন থেকে ৫০০ টাকার নোটের বাণ্ডিল উদ্ধার হয়েছে। তাই আইনি পদ্ধতিতে গোটা ঘটনার তদন্ত হবে। সেই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন সিংভি নিজেও।