নিজস্ব প্রতিবেদন: বৃহস্পতিবার (২০ জানুয়ারি, ২০২২) তিরুমালায় শ্রী ভেঙ্কটেশ্বর স্বামীর বিখ্যাত পার্বত্য মন্দিরে পুজো দিলেন রাজ্যসভার সাংসদ ও জি গ্রুপের প্রতিষ্ঠাতা ড. সুভাষ চন্দ্র (Dr. Subhash Chandra) ৷ মন্দিরের মহাদ্বারমে ড. সুভাষ চন্দ্র ও অন্যান্য আধিকারিকদের অর্ভ্যথনা জানালেন টিটিডি অতিরিক্ত নির্বাহী অফিসার এভি ধর্মরেডি৷


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

দর্শনের পর, রঙ্গনায়াকুল মণ্ডপে বৈদিক পণ্ডিতদের সঙ্গে ডঃ, চন্দ্র 'বেদসিরবচনম' উপস্থাপনা করেন। অতিরিক্ত ইও (EO) তীর্থ প্রসাদম এবং ২০২২ সালের টিটিডি ডায়েরি এবং ভগবান বালাজির ক্যালেন্ডার প্রদান করেন সাংসদকে। ডক্টর সুভাষ চন্দ্র হিন্দু ধর্ম প্রচারের প্রতি টিটিডি-এর কাজের প্রশংসা করেন এবং আনন্দ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।




(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)