নিজস্ব প্রতিবেদন: মুকুল রায়ের জায়গায় স্বপন দাশগুপ্ত? এবার সাংগঠনিক দায়িত্বে রাজ্যসভার সাংসদ?  বিজেপির অন্দরে জোর জল্পনা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

সূত্রের খবর, শীঘ্রই বিজেপির কেন্দ্রীয় স্তরে একটি সাংগঠনিক রদবদল হবে। তখনই রাজ্যসভার সাংসদ স্বপন দাশগুপ্তকে বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি করা হতে পারে। যে পদে এতদিন বহাল ছিলেন মুকুল রায়। তবে তিনি তৃণমূলে ফিরে যাওয়া বর্তমানে ওই পদটি খালি রয়েছে। নয়াদিল্লি সূত্রে খবর, মুকুল রায়ের ছেড়ে যাওয়া পদটিতে একজন বাঙালি মুখকেই বসাতে চাইছেন বিজেপির কেন্দ্রীয় নেতারা। সেক্ষেত্রে স্বপন দাশগুপ্তই নাকি তাঁদের প্রথম পছন্দ।


আরও পড়ুন: সকালে রাষ্ট্রপতি, সন্ধ্যায় Amit Shah! দিল্লিতে Dhankhar-এর গতিবিধি বাড়াচ্ছে জল্পনা


আরও পড়ুন: দশম-একাদশ শ্রেণির রেজাল্টের ভিত্তিতে দ্বাদশের ফল প্রকাশ! সুপ্রিম কোর্টে CBSE


রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দিয়ে একুশের বিধানসভা ভোটে লড়েন স্বপন দাশগুপ্ত। হুগলির তারকেশ্বর আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন তিনি। তবে পরাজিত হন। এরপর ফের তাঁকে রাজ্যসভার সাংসদ হিসেবে মনোনীত করেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। সূত্রের খবর, এবার সেই স্বপন দাশগুপ্তকে সাংগঠনের বড় পদে বসাতে চলেছে বিজেপি।