ওয়েব ডেস্ক: দেশের অবস্থা ভাল নয়। ৯৪ বছর বয়সে আবসর ঘোষণা করে এমনটাই জানালেন জাঁদরেল উকিল রাম জেঠমালানি। শনিবার অবসর ঘোষণা করেন তিনি।  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

সংবাদ সংস্থা পিটিআইকে রাম জেঠমালানি জানিয়েছেন, 'আমি অবসর নিচ্ছি। কিন্তু ‌যতদিন বাঁচব, দুর্নীতিগ্রস্ত রাজনীতিবিদদের বিরুদ্ধে লড়াই জারি থাকবে।‍'


সঙ্গে প্রবীণ এই আইনজীবী জানিয়েছেন, এনডিএ সরকারের সঙ্গে ইউপিএ-র কোনও ফারাক নেই। দু‍'দলই দেশকে সমান ডুবিয়েছে। সমস্ত আইনজ্ঞ ও শুভবুদ্ধি সম্পন্ন মানুষকেই দেশকে উদ্ধার করতে হবে।'


একাধিক বহুচর্চিত মামলায় সওয়াল করেছেন রাম জেঠমালানি। সম্প্রতি অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে অরুণ জেটলির করা মানহানির মামলায় কেজরিওয়ালের পক্ষে সওয়াল করেছেন তিনি। কিন্তু আদালতে বেফাঁস কথা বলে বিতর্কে জড়ান তিনি। এর পর মামলা ছেড়ে দেন রাম জেঠমালানি। 


ইন্দিরা গান্ধীর হত্যাকাণ্ডে ‌যুক্ত দুই ব্যক্তির হয়েও আদালতে সওয়াল করেছিলেন তিনি।