জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ঘণ্টার পরে এবার ধূপকাঠি! রামমন্দিরের উদ্বোধন এক গ্র্যান্ড বিষয় হতে চলেছে। জানুয়ারিতে অনুষ্ঠিত হবে এই মহাকাণ্ড। এবার অযোধ্যার রামমন্দিরে যাবে এক বিশালাকৃতি ধূপ। ১০৮ ফুট দীর্ঘ এটি। তৈরি হচ্ছে গুজরাটের ভদোদরায়।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: ISRO 2024: চন্দ্রযানের সাফল্যের পরে আগামী বছরে চমকে-দেওয়া কী প্রকল্প আনছে ইসরো?


আগামী ২২ জানুয়ারি প্রাণ-প্রতিষ্ঠা অনুষ্ঠান আছে অযোধ্যায়। হবে রাম মন্দিরের দ্বারোদ্ঘাটন। তবে এর ৩ সপ্তাহ আগে থেকেই শুরু হচ্ছে এই আয়োজন। ১৬ জানুয়ারিও আছে বিশেষ এক অনুষ্ঠান। সমস্ত বৈদিক অনুষ্ঠান যথারীতি মেনে চলা হবে। সমস্ত বৈদিক রিচ্যুয়াল যথারীতি পালন করতে বারাণসী আসছেন থেকে বেদজ্ঞ ব্রাহ্মণপণ্ডিত লক্ষ্মী কান্ত দীক্ষিত। 


রাম জন্মভূমি তীর্থ ক্ষেত্র ট্রাস্ট মোট ৪০০০ সাধুর কাছে আমন্ত্রণপত্র পাঠিয়েছে। অনুষ্ঠানে থাকবেন প্রধানমন্ত্রী স্বয়ং নরেন্দ্র মোদী। বেদজ্ঞ ব্রাহ্মণপণ্ডিত লক্ষ্মী কান্ত দীক্ষিত পুরো আয়োজনের বৈদিক মন্ত্রোচ্চারণ ও এ সংক্রান্ত দিকগুলি পরিচালনা করবেন।  


আরও পড়ুন: Madhya Pradesh: ছিলেন 'ভগবান', হয়ে গেল ডাইনোসরের ডিম! দেবতার জন্ম ও মৃত্যু...


রয়েছে ৪৮টি ঘণ্টা। এর মধ্যে ৪২টির ওজন ১২০০ কেজি। বেঙ্গালুরু থেকে রাজেন্দ্র প্রসাদ এই ঘণ্টা তৈরি করছেন। 


(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)