নিজস্ব প্রতিবেদন : ‘২০১৯-এর লোকসভা নির্বাচনের আগে অযোধ্যায় রাম মন্দির নির্মাণের কাজ শুরু হবে’। উত্তরপ্রদেশে সন্ত সম্মেলনে হাজির হয়ে এবার এমনই দাবি করলেন বিজেপির প্রাক্তন সাংসদ রাম বিলাস বেদান্তি।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন : অমরনাথ যাত্রায় জঙ্গি হামলার আশঙ্কা? মোতায়েন সিআরপিএফ-এর মোটরসাইকেল স্কোয়াড


সম্প্রতি উত্তরপ্রদেশে সন্ত সম্মেলনের আয়োজন করেন সে রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। ওই সম্মেলনে হাজির হয়েই রাম মন্দির নির্মাণ নিয়ে একের পর এক বিস্ফোরণ করেন বেদান্তি। তিনি বলেন, রাম মন্দির তৈরি করতে সময় লাগছে। কিন্তু, ২০১৯-এর লোকসভা নির্বাচনের আগেই মন্দির নির্মাণের কাজ শুরু করা হবে। মন্দির নির্মাণের জন্য যদি নির্দিষ্ট সময়ের মধ্যে আদালতের নির্দেশ এসে যায়, তাহলে ভাল। যদি না-ও আসে, তাহলেও অযোধ্যায় রাম মন্দির তৈরির কাজ শুরু করা হবে বলেও দাবি করেন বিজেপির ওই প্রাক্তন সাংসদ।


তিনি আরও বলেন, রাম মন্দির নির্মাণ ভারতের প্রতিটি হিন্দুর বিষয়। তাই আদালতের নির্দেশ সঠিক সময়ে না এলেও, রাম মন্দির নির্মাণের কাজ শুরু করা হবে বলে দাবি করেন বেদান্তি।