ওয়েব ডেস্ক: দুই সাধ্বীর ধর্ষণের মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন গুরমিত রাম রহিম। ২০১১ সালে তাঁর বিরুদ্ধে আরও গুরুতর অভি‌যোগ করেছিলেন জামাই বিশ্বাস গুপ্তা। তাঁর অভি‌যোগ ছিল,পালক কন্যা হানিপ্রীতের সঙ্গে সম্পর্ক রয়েছে ডেরা সচ্চা সওদার প্রধানের। নিজের পাপ ঢাকতে হানিপ্রীতকে দত্তক নিয়েছিলেন।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

বিশ্বাসের দাবি, ২০১১ সালে একবার তিনি আশ্রমে বাবার গুফায় গিয়েছিলেন। ঘরের দরজা খোলা ছিল। উঁকি মেরে দেখতেই স্তম্ভিত হয়েছিলেন।  আপত্তিকর অবস্থায় ছিলেন রাম রহিম, তাঁর স্ত্রী ও হানিপ্রীত।বিশ্বাস গুপ্তা জানিয়েছেন, ১৯৯৯ সালে ফতেহাবাদে তাঁদের বিয়ে হয়েছিল। রাম রহিম ‌যদি হানিপ্রীতকে দত্তক নিয়ে থাকেন, তাহলে উনি আমাকে সঙ্গে থাকতে দেন না কেন? প্রশ্ন তুলেছিলেন বিশ্বাস। ২০১১ সালে তিনি রাম রহিমের বিরুদ্ধে মামলাও করেছিলেন। তবে পরে আদালতের বাইরে আলোচনার মাধ্যমে মামলার নিষ্পত্তি করে নেন।  


রাম রহিমের সবকটি ছবিতেই দেখা গিয়েছে হানিপ্রীতকে। তাঁর ফেসবুক প্রোফাইল বলছে, হানিপ্রীত সমাজকর্মী, পরিচালক ও অভিনেত্রী।


আরও পড়ুন, দোষী সাব্যস্ত হওয়ার পর কীভাবে চম্পট দেওয়ার চেষ্টা করেছিলেন রাম রহিম?