ওয়েব ডেস্ক: ধর্মগুরু গুরমিত রাম রহিম ভক্তদের তাণ্ডব পঞ্জাব-হরিয়ানা জুড়ে। এখনও পর্যন্ত ৩১ জনের মৃত্যু। জখম আড়াইশোর বেশি। গতরাত থেকে অবশ্য নতুন করে আরও হিংসার খবর নেই। শুধু পঞ্চকুলাতেই মৃত্যু হয়েছে আঠাশ জনের। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেখানে সেনাবাহিনীর ফ্ল্যাগমার্চ চলছে।দু কোম্পানি সেনা এবং দশ কোম্পানি আধা সেনা মোতায়েন করা হয়েছে। গতকালই ধর্ষণ মামলায় দোষী সাব্যস্ত হন এই ধর্মগুরু।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন ধর্মগুরু, অভিনেতা, গায়ক - বর্ণময় চরিত্রের নাম গুরমিত রাম রহিম সিং


রায় ঘোষণার পর থেকে পরিস্থিতি অগ্নিগর্ভ। ডেরা সাচা সৌদা প্রধানের শিষ্যদের তাণ্ডবে কার্যত জ্বলছে উত্তর ভারত। পরিস্থিতি সামাল দিতে ব্যর্থ হওয়ায়, সাসপেন্ড করা হয়েছে পঞ্চকুলার DCPকে। পুলিস-প্রশাসনের তরফ থেকে বাসিন্দাদের ঘরেই থাকতে অনুরোধ করা হয়েছে। পঞ্জাবের দশ জেলায় কার্ফু জারি করা হয়েছে। নৈনিতালে জারি করা হয়েছে একশো চুয়াল্লিশ ধারা। উত্তরপ্রদেশেও নটি জেলায় কার্ফু জারি হয়েছে। 


আরও পড়ুন  রাম রহিমের প্রশংসা করে প্রধানমন্ত্রীর পুরনো ট্যুইট ভাইরাল