নিজস্ব প্রতিবেদন: অযোধ্যায় আজ বিকেলে বসছে রাম জন্মভূমি তীর্থক্ষেত্রে ট্রাস্টের বৈঠক। ওই বৈঠকে ঠিক হবে ভূমি পুজোর তারিখ। তবে সূত্রের খবর আগামী ৫ অগাস্ট ভূমিপুজো হতে পারে। ওই দিন প্রধানমন্ত্রী মোদীকেও আমন্ত্রণ  করা হয়েছে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-বর্ধমানে লাফিয়ে বাড়ছে সংক্রমণ, কড়া পদক্ষেপ প্রশাসনের


ট্রাস্টের বৈঠক উপলক্ষ্যে ইতিমধ্যেই অযোধ্যায় এসে উপস্থিত হয়েছেন রাম মন্দির নির্মাণ কমিটির প্রধান নৃপেন্দ্র মিশ্র।  এসেছেন একদল ইঞ্জিনিয়ার। এই নৃপেন্দ্র মিশ্র একসময় ছিলেন প্রধানমন্ত্রী মুখ্য সচিব। প্রধানমন্ত্রীর পরামর্শে তিনি হয়তো মন্দির নির্মাণের একটি সম্ভাব্য তারিখ ঘোষণা করতে পারেন।


রাম মন্দির ট্রাস্টের মোট ১৫ সদস্য রয়েছেন। এদের মধ্যে ১২ সদস্য বৈঠকে সরাসরি যোগ দেবেন। বাকীরা থাকবে অনলাইনে। বৈঠকে থাকছেন ট্রাস্টের চেয়ারম্যান মহন্ত নিত্য গোপাল দাস, ট্রাস্টের কোষাধ্যক্ষ স্বামী গোবিন্দ দেব গিরি, সাধারণ সম্পাদক সম্পত রাই।


আরও পড়ুন-সোনার বাট, বৌদ্ধ মূর্তি, ইস্ট ইন্ডিয়া কোম্পানির নাম খোদাই করা দুষ্প্রাপ্য ধাতু উদ্ধার


কী আলোচনা হবে বৈঠকে


ভূমিপুজোর তারিখ ঠিক হবে।


রাম জন্মভূমি তীর্থ এলাকায় প্রধানমন্ত্রী অনুষ্ঠান নিয়ে আলোচনা হবে।


মন্দিরের নির্মাণ কাজ শুরু নিয়ে আলোচনা হবে।


মন্দিরের নকশা নিয়ে কথা হবে।


অযোধ্যার উন্নয়ন নিয়ে কথা হবে।


মন্দির নির্মাণে পাওয়া অনুদান, ট্রাস্টের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নিয়ে আলোচনা হবে।