নিজস্ব প্রতিবেদন: গত ৫ অগস্ট নির্বিঘ্নেই সম্পন্ন হয়েছে রাম মন্দিরের ভূমিপুজো। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ৪০ কেজি রূপোর ইট দিয়ে ভিত্তি প্রস্তর স্থাপন করেছেন রাম মন্দিরের। সেই মঞ্চে প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন রাম জন্মভূমি ট্রাস্টের প্রধান মহান্ত নৃত্য গোপাল দাস। কোভিড পজেটিভ রিপোর্ট এসেছে তাঁর। এরকমই খবর মিলেছে বিভিন্ন সংবাদমাধ্যম মারফত।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 



অযোধ্যায় রাম মন্দিরের ভূমিপুজোর দিন মঞ্চে ছিলেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, রাজ্যপাল আনন্দিবেন পাটেল, আরএসএসের প্রধান মোহন ভাগবত, প্রধানমন্ত্রী ও মহান্ত নৃত্য গোপাল দাস।


তাহলে কি আইশোলেশনে যেতে হবে প্রধানমন্ত্রীকে? এ প্রশ্নই ঘুরে বেড়াচ্ছে আম জনতার মনে। আগেই কোভিড পজেটিভ হয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এবার কোভিড হানা বসাল নৃত্য গোপাল দাসের শরীরে।


আরও পড়ুন: দশ মাসের শিশুকে স্যানিটাইজার মেশানো জল খাইয়ে দেওয়ার অভিযোগ আশা কর্মীর বিরুদ্ধে