নিজস্ব প্রতিবেদন: জনবিস্ফোরণ নিয়ে স্বাধীনতা দিবসের ভাষণে উদ্বেগপ্রকাশ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই সুরেই কঠোরভাবে জন্ম নিয়ন্ত্রণ ব্যবস্থা চালু করা উচিত বলে মনে করেন বিজেপির শরিক রামদাস আটাওয়ালে। তাঁর অভিমত, একটি পরিবার, এক সন্তান ব্যবস্থা কার্যকর করা দরকার। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

জাতিগত সংরক্ষণ নিয়ে বিতর্কের আহ্বান করেছেন সরসঙ্ঘচালক মোহন ভাগবত। বরাবরই আর্থিক অবস্থার ভিত্তিতে সংরক্ষণের পক্ষে আরএসএস। এবারও ভাগবত মন্তব্য করেছেন, জাতিগত সংরক্ষণের পক্ষে ও বিপক্ষেদের নিয়ে বিতর্কের দরকার রয়েছে। এনিয়ে ইতিমধ্যেই বিবৃতি জারি করে সাফাই দিয়েছে আরএসএস। তবে জাতিগত সংরক্ষণের পক্ষেই সওয়াল করলেন রামদাস আটাওয়ালে। তাঁর কথায়,'সংরক্ষণ নিয়ে ভাবনা চিন্তার কোনও দরকার নেই। কারণ এখন সব জাতির জন্যই সংরক্ষণ আছে।' কেন্দ্রের শরিক হলে দলিতদের উপরে আক্রমণ হচ্ছে বলেও মনে করেন আটাওয়ালে।  



স্বাধীনতা দিবসে লালকেল্লায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছিলেন, 'পরিবার পরিকল্পনা দেশপ্রেমেরই অংশ।' সেই সুরেই আটাওয়ালে দাবি করেন, গোটা দেশে পরিবার পিছু একটি সন্তান নেওয়ার ব্যবস্থা কার্যকর করা উচিত। এজন্য আইন প্রণয়ন দরকার।


আরও পড়ুন- আধার ছাড়া ফেসবুক, হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খোলার অনুমতি নয়, সুপ্রিম কোর্টে সওয়াল