ওয়েব ডেস্ক: যত দিন যাচ্ছে ধর্ষক ধর্মগুরু রাম রহিমকে নিয়ে প্রকাশ্যে আসছে একের পর এক বিস্ফোরক তথ্য। আর এবার সন্ন্যাসিনী ধর্ষণ মামলায় চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করলেন তদন্তকারী আধিকারিক। জানালেন, রাম রহিমের 'গুফা' থেকে মিলেছে নানা ধরণের কন্ডোম ও গর্ভনিরোধক।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

তদন্তকারী আধিকারিক জানিয়েছেন, রাম রহিমের গুফা থেকে মিলেছে নানা ধরণের কন্ডোম। তাঁর মতে, রীতিমতো কন্ডোম ও গর্ভনিরোধক সংগ্রহ করতেন এই অঘোষিত ধর্মগুরু। গুফা থেকে প্রচুর কন্ডোম উদ্ধার হয়েছে বলে জানিয়েছেন ওই সিবিআই আধিকারির। রাম রহিমকে বিকারগ্রস্ত ও পিশাচ বলে উল্লেখ করেছেন তিনি।


আরও পড়ুন - ৩১ অগাস্টের মধ্যে আধার-প্যান সংযুক্তিকরণ না করলে কী কী হবে?


ওদিকে ডেরা সূত্রের খবর, প্রতি রাতে প্রধান সন্ন্যাসিনীকে তরুণী সন্ন্যাসিনী গুফায় পাঠানোর নির্দেশ দিতেন রাম রহিম। সেই নির্দেশ মেনে গুফায় পাঠানো হত নবীন সন্ন্যাসিনীদের।


সন্ন্যাসিনী ধর্ষণকাণ্ডে রাম রহিমকে ২০ বছরের কারাদণ্ডের সাজা শুনিয়েছে সিবিআই আদালত। সেই রায়ের পর ফের কোমর বেঁধে নেমেছে তদন্তকারী সংস্থাটি। তাদের দাবি, রাম রহিমের কাছে নির্যাতনের শিকার হয়েছেন এমন ১০ জন সন্ন্যাসিনীর সন্ধান মিলেছে। তবে সব মিলিয়ে সংখ্যাটি ২০০-র বেশি বলে অনুমান।