ওয়েব ডেস্ক : ধর্ষণকারীদের নির্যাতিতার সামনেই অত্যাচার করা হত আমার সময়। তাতে যেমন নির্যাতিতা কিছুটা হলেও মানসিক শান্তি পেতেন, তেমনই জনসমক্ষে নিজের প্রাণ ভিক্ষা চাইত ধর্ষক। এখানে সেই পরিস্থিতি নেই। আর তাই ধর্ষণকারীরা অপরাধ করেই রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। উত্তরপ্রদেশে নির্বাচনী প্রচারে গিয়ে এভাবেই সমাজবাদী পার্টিকে আক্রমণ করলেন কেন্দ্রীয় মন্ত্রী উমা ভারতী।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন- ভোটের 'পার্টিগণিত' মেলাতে রুরকিতে দল অদল বদল কং-বিজেপি প্রার্থীর


উত্তরপ্রদেশের বুলন্দশহরে গণধর্ষণের ঘটনা নিয়ে বলতে উঠে, উমা ভারতী একের পর এক ইস্যুতে অখিলেশ যাদব সরকারের বিরুদ্ধে আক্রমণ চালিয়ে যান। বলেন, ''মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী থাকার সময় আমি রাজ্যে ধর্ষণকারীদের বিরুদ্ধে কঠোর শাস্তির ব্যবস্থা করতাম। এমন শাস্তি যা তারা সারা জীবন মনে রেখেছে।"  


উত্তরপ্রদেস সরকারকে অনুপোযুক্ত বলে দাবি করে উমা ভারতী বলেন, উত্তরপ্রদেশে এবারের নির্বাচনে বিজেপি জিতবে।