ওয়েব ডেস্ক: নোট বাতিলে ভবিষ্যতে আমজনতার ওপর থেকে কমতে পারে করের বোঝা। আজ এমনই ইঙ্গিত দিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি। অর্থমন্ত্রীর আশ্বাস, সপ্তাহ তিনেকের মধ্যেই বাজারে বাড়বে নোটের জোগান।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

শুরুটা করেছিলেন কংগ্রেসকে নিশানা করে। তারপরই অরুণ জেটলি ঢুকে পড়লেন নোট বাতিলের সুফলে।  ৫০০-১০০০-এর নোট বাতিলের পর কেটে গেছে একমাস। এখনও স্বাভাবিক হয়নি পরিস্থিতি। ক্ষোভ বাড়ছে আম জনতার। অর্থমন্ত্রীর  আশ্বাস, তিন সপ্তাহের মধ্যে বাজারে চলে আসবে পর্যাপ্ত নোট।


আরও পড়ুন- রাহুল গান্ধীর নিশানায় ফের মোদী


নোট বাতিল নিয়ে পথে বিরোধীরা। প্রতিদিনই ঝড় উঠছে সংসদে। মোদী সরকারের গায়ে গরিব বিরোধী তকমা সেঁটে দিতে ব্যস্ত কংগ্রেস-তৃণমূল-বামেরা। কংগ্রেসের ঝোড়ো আক্রমণের মুখে ব্যাট ধরলেন জেটলি। পয়েন্ট তুলে ধরে বুঝিয়ে বললেন নোট বাতিলের সুফল। বললেন নোট বাতিলের জেরে কমবে ট্যাক্স ফাঁকির হার। আর বেশি কর সংগ্রহ হলে ভবিষ্যতে কমবে করের বোঝা।


জেটলির যুক্তি, অতিরিক্ত নগদ নির্ভরতা সামাজিক চরিত্রের ওপর খারাপ প্রভাব ফেলে। দুনীর্তির বাড়বাড়ন্ত রুখতে গেলে ক্যাসলেসই একমাত্র পথ। বজ্র আঁটুনির মধ্যে রয়ে গেছে ফস্কা গেরো। প্রতিদিনই বিভিন্ন জায়গা থেকে উদ্ধার হচ্ছে লক্ষ লক্ষ নতুন টাকা। দুর্নীতির অভিযোগ তুলছেন বিরোধীরা। সমস্যা যে আছে মানছেন অর্থমন্ত্রীও। একইসঙ্গে, কালো কারবারিদের উদ্দেশে তাঁর হুঁশিয়ারি  পার পাবেন না কেউ।


আরও পড়ুন- "নোট বাতিল দেশের সবচেয়ে বড় দুর্নীতি, তদন্ত চাই", কড়া আক্রমণ চিদাম্বরমের