সার্জিক্যালের স্ট্রাইকের ভিডিও ভুয়ো? কী বলতে চাইছে কংগ্রেস? প্রশ্ন বিজেপির
কংগ্রেসের উদ্দেশে একের পর এক প্রশ্নবাণ ছোড়েন রবিশঙ্কর প্রসাদ।
নিজস্ব প্রতিবেদন: সার্জিক্যল স্ট্রাইকের ভিডিও নিয়ে জমে উঠেছে রাজনৈতিক তরজা। বিজেপির বিরুদ্ধে সেনাকে নিয়ে রাজনীতি করার অভিযোগ করেছে কংগ্রেস। কংগ্রেসকে পাল্টা বিঁধলেন কেন্দ্রীয় আইনমন্ত্রী রবিশঙ্কর প্রসাদ। তাঁর প্রশ্ন, সার্জিক্যাল স্ট্রাইক করা হয়েছে, তা কি বিশ্বাস করছে কংগ্রেস?
বৃহস্পতিবার কংগ্রেসের উদ্দেশে একের পর এক প্রশ্নবাণ ছোড়েন রবিশঙ্কর প্রসাদ। প্রশ্ন করেন, ''সার্জিক্যাল স্ট্রাইক কি বিশ্বাস করে কংগ্রেস? সার্জিক্যাল স্ট্রাইকের সিদ্ধান্ত সঠিক না ভুল ছিল? ওরা কি বলতে চাইছে, ভিডিওটি ভুয়ো?'' লোকসভা ভোটের আগে সেনাকে ব্যবহার করে বিজেপি ফায়দা তোলার চেষ্টা করছে বলে এদিন অভিযোগ করেছেন কংগ্রেসের মুখপাত্র রণদীপ সুরজেওয়ালা। তার পাল্টা রবিশঙ্কর প্রসাদ বলেন, ''কোন নির্বাচনের কথা বলতে চাইছে কংগ্রেস? সামনে তো কোনও নির্বাচন নেই।''
রবিশঙ্কর প্রসাদ আরও বলেন, ''কংগ্রেস নেতাদের মন্তব্যে খুশি হয় পাকিস্তানের সন্ত্রাসবাদীরা। গুলাম নবি আজাদকে শংসাপত্র দিয়েছে লস্কর-ই-তৈবা। এবার কংগ্রেসকে শংসাপত্র দেবে কয়েকটি সন্ত্রাসবাদী সংগঠন।''
২০১৬ সালের ২৮ ও ২৯ সেপ্টেম্বরের রাতে পাক অধিকৃত কাশ্মীরে সার্জিক্যাল স্ট্রাইক চালায় প্যারা কমান্ডোর ফোর্থ ও নাইনথ ব্যাটালিয়ন। ৬৩৬ দিন পর বুধবার প্রকাশিত হয় সেই হামলার ভিডিও। কংগ্রেসের দাবি, সেনাবাহিনীর আত্মত্যাগকে ভোটে জেতার লক্ষ্যে ব্যবহার করছে শাসক দল।
আরও পড়ুন- ভারতীয় সেনার হামলায় বিধস্ত পাক জঙ্গিরা, সার্জিক্যাল স্ট্রাইকের এক্সক্লুসিভ ভিডিও