ভারতীয় সেনার হামলায় বিধস্ত পাক জঙ্গিরা, সার্জিক্যাল স্ট্রাইকের এক্সক্লুসিভ ভিডিও

 সার্জিকাল স্ট্রাইকের ৬৩৬ দিন পর সেই হামলার ভিডিও প্রকাশ। 

Updated By: Jun 27, 2018, 11:26 PM IST
ভারতীয় সেনার হামলায় বিধস্ত পাক জঙ্গিরা, সার্জিক্যাল স্ট্রাইকের এক্সক্লুসিভ ভিডিও

নিজস্ব প্রতিবেদন: সমালোচকদের কড়া জবাব। সার্জিকাল স্ট্রাইকের ৬৩৬ দিন পর সেই হামলার ভিডিও প্রকাশ। যে ভিডিও এক্সক্লুসিভ জি ২৪ ঘণ্টার হাতে। যাঁরা সার্জিকাল স্ট্রাইক নিয়ে সমালোচনা করেছিলেন, তাঁদের চুপ করিয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট এই ভিডিও। কারণ কমান্ডোদের হেলমেট আর ড্রোন থেকে তোলা এই ফুটেজ। যাতে স্পষ্ট, পাঁচ ঘণ্টার অপারেশনে অন্তত সাতটি জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দেওয়া হয়েছিল। এলওসি থেকে অন্তত দু থেকে তিন কিলোমিটার ভেতরে ঢুকে এই আঘাত হানে ভারতীয় সেনা।

খবর ছিল সীমান্তের ওপারে অনুপ্রবেশের উদ্দেশ্য নিয়ে জঙ্গিরা ভিড় জমিয়েছে। সেই মতো পাল্টা আঘাতের ব্লু প্রিন্ট তৈরি হয়। ২০১৬ সালের ২৮ ও ২৯ সেপ্টেম্বরের রাতে প্যারা কমান্ডোর ফোর্থ ও নাইনথ ব্যাটালিয়ন এই অপারেশনে যায়। তাঁদের পাক অধিকৃত ভূ খণ্ডে নামায় ALH ধ্রুব হেলিকপ্টার। উরি হামলায় যে সেনারা ধাক্কা খেয়েছিলেন, তাঁদেরই এই অপারেশনে মাঠে নামানো হয়। লক্ষ্য ছিল একটাই, বদলা।  সেই মতোই প্রস্তুত হয় ঘাতক বাহিনী। তবে অপারেশনে যাওয়াটা যত না বিপজ্জনক, ফেরা ছিল আরও ভয়ঙ্কর। কিন্তু সেই অসম্ভবকে সম্ভব করেই ফিরেছিল ভারতীয় সেনা। 

 

.