ওয়েব ডেস্ক : টাকা জমা দেওয়ার শর্তে ফের সিদ্ধান্ত বদল। দুদিন আগে সোমবার জানানো হয়েছিল, ৩০ ডিসেম্বর পর্যন্ত মাত্র একবারই পুরনো ও বাতিল নোটে ৫০০০ টাকার বেশি জমা দেওয়া যাবে। যদি অ্যাকাউন্টের KYC থাকে, তবেই সেখানে  ৫০০০০ হাজার টাকার বেশি জমা দেওয়া যাবে। কিন্তু বার বার ব্যাঙ্কে গিয়ে টাকা জমা দেওয়া যাবে না। সেটাও একবারই। এবার সেই সিদ্ধান্তেই এবার ইউ টার্ন নিল রিজার্ভ ব্যাঙ্ক।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

রিজার্ভ ব্যাঙ্ক আজ জানিয়ে দিল, ৩০ ডিসেম্বর পর্যন্ত কোনও ব্যক্তি তাঁর অ্যাকাউন্টে পুরনো ৫০০ ও ১০০০-এর নোটে যত ইচ্ছে, যত বার ইচ্ছে টাকা জমা দিতে পারবেন। টাকা জমা দেওয়ার কোনও ঊর্ধ্বসীমা থাকছে না। কেন্দ্রের এভাবে বার বার সিদ্ধান্ত বদলে স্বাভাবিক ভাবেই বিভ্রান্তি বাড়ছে। বিড়াম্বনা বাড়ছে সাধারণের।


শুনে নিন অর্থমন্ত্রী কী বলছে, "রোজ রোজ ব্যাঙ্কে কেন? পুরনো নোট একবারেই জমা দিন ব্যাঙ্কে"