নিজস্ব প্রতিবেদন- চেক ভাঙিয়ে ব্যাংক থেকে টাকা তোলার ক্ষেত্রে নিয়মের বদল করল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। টাকা তোলার ক্ষেত্রে মাঝেমধ্যেই প্রতারণার শিকার হতে হয় গ্রাহকদের। চেকের মাধ্যমে আর্থিক লেনদেনে জালিয়াতি বন্ধ করার জন্যই নতুন নিয়ম চালু করল আরবিআই। এবার থেকে ৫০ হাজারের বেশি টাকা চেকের মাধ্যমে লেনদেন করতে হলে নতুন পদ্ধতিতে আগে যাচাই করবে ব্যাঙ্ক। ২০২১ সালের পয়লা জানুয়ারি থেকে এই নতুন নিয়ম চালু হচ্ছে। রিজার্ভ ব্যাংকের তরফে জানানো হয়েছে এবার থেকে ৫০ হাজার টাকার বেশি অঙ্কের চেক জামা পড়লেই পজিটিভ পে সিস্টেম-এর মাধ্যমে ব্যাঙ্ক আগে বিভিন্ন তথ্য যাচাই করবে। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

শুধুমাত্র সই মেলানোর ওপরই টাকার লেনদেন নির্ভর করবে না এবার থেকে। ব্যাংক গ্রাহকের থেকে একাধিক তথ্য চাইতে পারে। জানা যাচ্ছে, পাঁচ লক্ষ বা তার বেশি টাকার চেক হলে পজিটিভ পে সিস্টেম বাধ্যতামূলক করা হবে। অর্থাৎ এবার থেকে চেক জামা পড়লেই টাকা তোলা যাবে না। এসএমএস, মোবাইল অ্যাপ, ইন্টারনেট ব্যাংঙ্কি- এসবের মাধ্যমে একাধিক তথ্য যাচাই করবে ব্যাঙ্ক তারপরই টাকা অন্য অ্যাকাউন্টে ট্রান্সফার হবে।


একটি ব্যাংক থেকে আরেকটি ব্যাঙ্কের চেক ভাঙানোর ট্রানজাকশন সিস্টেমে কোনও গরমিল ধরা পড়লে সংশ্লিষ্ট দুই ব্যাঙ্ক এবার থেকে ব্যবস্থা নেবে। ব্যাঙ্কের তরফে ইতিমধ্যে গ্রাহকদের পজিটিভ পে সিস্টেম সম্পর্কে ওয়াকিবহাল করা হবে। এসএমএস পাঠিয়ে ব্যাঙ্ক এই নতুন নিয়ম চালুর ব্যাপারে গ্রাহকদের তথ্য জানাবে। এছাড়া ব্যাঙ্কের ক্যাশ কাউন্টারের সামনে লিখিত আকারে থাকবে পজিটিভ পে সিস্টেম-এর সমস্ত নিয়মাবলী।