নিজস্ব প্রতিবেদন : এবার খুব শীঘ্রই এটিএম থেকে পাওয়া যাবে ২০০ টাকার নোট। দেশের ব্যাঙ্কগুলিকে খুব তাড়াতাড়ি এটিএমে এই নতুন ব্যবস্থা করার নির্দেশ দিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

২০১৭-র সেপ্টেম্বরে বাজারে এসেছে নতুন ২০০ টাকার নোট। কিন্তু, দেশের এটিএমগুলিতে সেই নোট রাখার জন্য এখনও কোনও ব্যবস্থা নেই। এবার সেই ২০০ টাকার নোট রাখার জন্য ব্যাঙ্কগুলিকে তাদের এটিএম রিক্যালিবার করার নির্দেশ দিয়েছে আরবিআই।


দেশে রাষ্ট্রায়ত্ব ও বেসরকারি ব্যাঙ্কগুলির ২ লক্ষের বেশি এটিএম রয়েছে। সেগুটি রিক্যালিবার করতে খরচ হবে ১১০ কোটি টাকা। একটি সংবাদপত্রে প্রকাশ আগামী ৫ থেকে ৬ মাসের মধ্যে সেই কাজ সম্পন্ন হলেই, এটিএমগুলি থেকে মিলবে ২০০ টাকার নোট।


আরও পড়ুন- বাজারে আসছে নতুন ১০ টাকার নোট, রয়েছে ‘চকোলেটি’ চমক