ওয়েব ডেস্ক: আলোচনার জন্য কেন্দ্রীয় অর্থমন্ত্রকের আমন্ত্রণ অগ্রাহ্য করল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অর্থনৈতিক নীতি নির্ধারণ কমিটি, জানালেন স্বয়ং আরবিআই গভর্নর উর্জিত প্যাটেল। এই খবরের সত্যতা যাচাই করতে চাওয়া হলে উর্জিত নিজেই তা নিশ্চিত করেন। পাশাপাশি সরকারের তরফে এমন আমন্ত্রণে আরবিআই-এর স্বশাসন সম্পর্কে সরকারি সদিচ্ছা নিয়ে উঠছে প্রশ্ন।


প্রসঙ্গত, নোট বাতিলের সিদ্ধান্ত ঘোষিত হওয়ার পরই আরবিআই-এর স্বশাসন নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠতে শুরু করে। তথ্যের অধিকার আইনের মাধ্যমেও জানতে চওয়া হয়, এই চরম সিদ্ধান্ত গ্রহণ করেছে কে বা কারা? অনেকেরই ইঙ্গিত ছিল কেন্দ্রীয় সরকারের দিকে। (আরও পড়ুন- মধ্যপ্রদেশের নিমুচের পথে আটক রাহুল গান্ধী)