ওয়েব ডেস্ক : বেতন বৃদ্ধি হল RBI গভর্নর উর্জিত প্যাটেলের। বেসিক পে ৯০,০০০ টাকা থেকে একলাফে বেড়ে হল আড়াই লাখ। বর্ধিত এই বেতন কার্যকর হবে ২০১৬-র ১ জানুয়ারি থেকেই। ২০১৬-র সেপ্টেম্বরে গভর্নরের দায়িত্ব নেন উর্জিত প্যাটেল।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আগে RBI গভর্নরের বেসিক পে ছিল ৯০,০০০ টাকা। এর সঙ্গে DA ও অন্যান্য ভাতা যোগ হয়ে মোট বেতন দাঁড়াত ২ লাখ ৯ হাজার ৫০০। এখন যার পরিমাণ বেড়ে দাঁড়াবে ৩ লাখ ৭০ হাজার। সেইসঙ্গে বেতন বাড়ল RBI-এর ডেপুটিদেরও। ডেপুটিদের বেসিক পে আগে ছিল ৮০,০০০ টাকা। তা বেড়ে হল ২ লাখ ২৫ হাজার।


কিন্তু দ্বিগুণের বেশি টাকা বেতন বৃদ্ধির পরেও দেখা যাচ্ছে, রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর ও তাঁর সহকারীদের বেতন RBI নিয়ন্ত্রণাধীন অন্যান্য রাষ্ট্রায়ত্ত্ব ব্যাঙ্কগুলির শীর্ষস্থানীয় কর্তাব্যক্তিদের থেকে অনেকটাই কম। রিজার্ভ ব্যাঙ্কের গর্ভনর ও সহযোগীদের বেতন জানতে চেয়ে RTI করা হয় অর্থমন্ত্রকে। তারপরই এক বিবৃতি পেশ করে RBI গভর্নরের বর্ধিত বেতনক্রমের কথা জানানো হয়।


আরও পড়ুন, ১ এপ্রিল থেকে দামী ও সস্তা হল কোন কোন জিনিস