ওয়েব ডেস্ক: ভয়ের কোনও কারণ নেই, পুরনো পঞ্চাশ টাকার নোট সচল রেখেই ভারতে আত্মপ্রকাশ করতে চলেছে নতুন পঞ্চাশ টাকার নোট। রঙে এবং আকারে হুবুহু একই রকম দেখতে হবে নয়া পঞ্চাশ টাকার নোট, শুধু বদল হবে সিরিজ নম্বরে। 'L' এবং 'R', এই দুই নতুন সিরিজেই নোট ছাপাচ্ছে রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া। এই নতুন নোটে সিগনেচার থাকবে রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়ার নতুন গভর্নর উর্জিত প্যাটেলের, এমনটাই জানিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া। ৫০ টাকার নতুন নোটের সঙ্গে ভারতের বাজারে আত্মপ্রকাশ করতে পারে ২০ টাকার নতুন নোটও।  আরও পড়ুন-কালো টাকা ঘোষণার মেয়াদের দিন বাড়ল আজ থেকে 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 


উল্লেখ্য 'মহত্মা গান্ধী সিরিজ-২০০৫' এই সিরিজের ১০০ টাকার নোট আরও ছাপাতে পারে রিজার্ভ ব্যাঙ্ক। আরও পড়ুন- প্রতিটা নতুন ৫০০ এবং ২০০০ টাকার নোট ছাপতে কত খরচ হয় জানেন?